1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
আনোয়ারা সাব রেজিস্ট্রার অফিসঃ রেজিস্ট্রার'র দুর্নীতির বিরুদ্ধে দলিল লিখক সমিতির ৫দিন ধরে লাগাতার কলম বিরতি তবু টনক নড়েনি কর্তৃপক্ষের - পূর্ব বাংলা
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

আনোয়ারা সাব রেজিস্ট্রার অফিসঃ রেজিস্ট্রার’র দুর্নীতির বিরুদ্ধে দলিল লিখক সমিতির ৫দিন ধরে লাগাতার কলম বিরতি তবু টনক নড়েনি কর্তৃপক্ষের

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

রেজিস্ট্রি কাজ বন্ধ, রাজস্ব অর্জনে ধ্বস 

আনোয়ারা সাব রেজিস্ট্রার জোবাইর’র সীমাহীন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আনোয়ারা দলিল লেখক সমিতির লাগাতার কলম বিরতি পালন করছে।গত রবিবার থেকে আজ পর্যন্ত এই ধর্মঘট চলছে। এই ৫দিনে লোক দেখানো একটি মাত্র দলিল সম্পন্ন হয়েছে ।

এই বিষয়ে আনোয়ারা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম মুন্সি জানান আনোয়ারা সাব রেজিস্ট্রার জুবায়ের হোসেনের বেপরোয়া অনিয়ম, ঘুষ বাণিজ্য ও দুর্নীতির কারণে সাধারণ সেবা গ্রহীতা থেকে শুরু করে দলিল লিখকরা এমনকি ঐ অফিসের সকল কর্মচারীরা পর্যন্ত অতিষ্ঠ।
সাধারণ মানুষের মুখে মুখে এমন সাব রেজিস্ট্রার আনোয়ারার মানুষ কখনো দেখেনি, ঘুষ ছাড়া কোন দলিলই করেন না, নামের আংশিক ভুল থাকলে প্রত্যয়ন পত্র দেখানোর পরও গুনতে হয় ৮/১০ হাজার টাকা, দানপত্র, পাওয়ার অব আ্যটর্নি দলিল যে কোন ব্যক্তিকে দেওয়া, নেওয়ার আইনত বিধান থাকলে ও তিনি বিভিন্ন অযুহাতে মোটা অংকের টাকা ছাড়া দলিল রেজিষ্ট্রেশনে অপারগতা প্রকাশ করেন। পাওয়ার মুলে দলিল হস্তান্তর করতে গেলেও পৃথক পৃথক দলিল রেজিষ্ট্রেশন করতে প্রতি দলিলে আবারও ১০/১৫ হাজার টাকা দাবি করেন, এমনকি ঘুষ ছাড়া তিনি দলিলই ছাড় দেয় না ।সরকারি ফিসের টাকা ও অফিসের রেকর্ডরুমে সরকারি স্টাফ ছাড়া অন্য কারো টাকা নেওয়ার ও প্রবেশ নিষিদ্ধ থাকলেও নিয়ম নীতি না মেনে তিনি ঘুষের টাকার ভাগ দিয়ে অফিসের দৈনিক মজুরি ভিত্তিক কাজ করা ঝাড়ুদার আহাদ এর মাধ্যমে  দলিলের বিভিন্ন জাল জালিয়াতি সহ ঘুষের টাকা আদায় করেন, এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধে ২০ অক্টোম্বর হতে আনোয়ারা দলিল লেখক সমিতি কলম বিরতি পালন করে আসছে।
যতদিন সাব রেজিস্ট্রার অফিসে অনিয়ম ও দুর্নীতি বন্ধ হবে না ততদিন জনস্বার্থে দলিল লেখক সমিতি কর্মসূচি পালন করে যাবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

এদিকে, আনোয়ারা সাব রেজিস্টার জোবায়ের হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম জেলা সাব রেজিস্টার জামিরুল রহমান গণমাধ্যমকে জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla