1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
উত্তরা মোটর্স বাজারে নিয়ে এলো এসএমএল ইসুজু ‘জিএস সুপার ট্রাক’ - পূর্ব বাংলা
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

উত্তরা মোটর্স বাজারে নিয়ে এলো এসএমএল ইসুজু ‘জিএস সুপার ট্রাক’

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

সম্পূর্ণ আধুনিক প্রযুক্তির যুগোপযোগী এসএমএল ইসুজু  ‘জিএস সুপার ১৪ ও জিএস সুপার ১৭ ট্রাক’ বাজারজাতকরণন শুরু করল উত্তরা মোটর্স যা ট্রাক জগতের নতুন দিগন্ত উন্মোচন করবে। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জাপানীজ প্রযুক্তির এই ট্রাকগুলির উদ্বোধন অনুষ্ঠিত হয় তেজগাঁও, ঢাকাতে। উত্তরা মোটর্স লিমিটেড বাংলাদেশে এসএমএল ইস্‌জুুর বাস, ট্রাক ও ডামট্রাকের একমাত্র আমদানিকারক, প্রস্তুতকারক এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান।

উত্তরা মোটর্স লিঃ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার মাশফিকুর রহমান, এসএমএল ইসুজু জিএস সুপার ১৪ ও জিএস সুপার ১৭ ট্রাকের উদ্বোধন করেন। এ সময় চিফ এক্সিকিউটিভ অফিসার (এসএমএল ডিভিশন) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ (অবঃ) সহ উত্তরা মোটর্স এর উর্ধ্বতন কর্মকর্তা, সম্মানিত ক্রেতা সাধারণ, বিভিন্ন কর্পোরেট হাউজের কর্মকর্তাগন এবং এসএমএল ইসুজু’র ডিলারগণ উপস্থিত ছিলেন। উত্তরা মোটর্স লিঃ এর চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক মতিউর রহমান বলেন, উত্তরা মোটর্স লিঃ ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের বাজারে অত্যন্ত সুনামের সাথে এসএমএল ইসুজু ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ট্রাক, বাস, পিকআপ ও টিপার বিক্রয় করে আসছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla