1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটিতে আরো ৮৭ নতুন মুখ, উপদেষ্টা ৪৯ জন - পূর্ব বাংলা
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটিতে আরো ৮৭ নতুন মুখ, উপদেষ্টা ৪৯ জন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ১৪৩২-৩৪ বঙ্গাব্দ আংশিক গঠন করা হয়েছে। এতে নতুন করে জায়গা পেয়েছে আরো ৮৭ জন। এ ছাড়া ৪৯ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১১ জুন) রাতে এই কমিটি গঠন করা হয়।

২০১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে পরবর্তীতে অন্য সদস্যদেরও অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের তথ্য নিশ্চিত করেছে সনাতনীদের বৃহৎ সংগঠনের নেতারা।এর আগে অ্যাডভোকেট চন্দন তালুকদারকে সভাপতি, আয়ান শর্মাকে কার্যকরী সভাপতি, লায়ন আর কে দাশ রুপুকে সাধারণ সম্পাদক ও রতন আচার্য্যকে অর্থ সম্পাদক ঘোষণা করা হয়।

কমিটির উপদেষ্টারা হলেন- সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, দিলীপ কুমার মজুমদার, অজয় কৃষ্ণ দাশ মজুমদার, দুলাল মজুমদার, প্রফেসর সুধীর বিকাশ দেব, বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দে, দেবাশীষ পালিত, রমেশ ঘোষ, তিনকড়ি চক্রবর্তী, অ্যাডভোকেট তপন কান্তি দাশ, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুণ, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, ট্রাস্টি অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী (ফেনী), ডা. মনতোষ ধর, ট্রাস্টি দীপক কুমার পালিত, ট্রাস্টি সন্তোষ দাশগুপ্ত, স্বপন কুমার পালিত, অজিত কুমার শীল, উত্তম কুমার চক্রবর্তী, পরিমল কান্তি দাশ, দিলীপ কান্তি দত্ত, অনিল চন্দ্র পাল, তপন দাশ, শিমুল মহাজন, পরিতোষ দে, রতন ঘোষ।

আরো আছেন দেবু মহাজন, পিল্টন দে, দ্বিজেন কান্তি দে, শচীনন্দন গোস্বামী, ড. বাবুল চন্দ্র নাথ, অ্যাডভোকেট তরুণ কিশোর দেব, দোদুল কুমার দত্ত, সুজিত আইচ, পিন্টু দাশগুপ্ত, কামাক্ষ্যা চন্দ্র দাস (নোয়াখালী), শম্ভু দাশ, সুদর্শন চক্রবর্তী, সাংবাদিক সুজিত কুমার দাশ, মিটুল দাশগুপ্ত, দয়াল দাশ, অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত, সুশীল ধর, মনিলাল দাশ, সুবোধ কুমার দত্ত, সুনীল কান্তি দে, অ্যাডভোকেট কবির শেখর নাথ, অমিত চন্দ্র সাহা ও মাইকেল দে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla