1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর দায়িত্ব হস্তান্তর-গ্রহণ ও ডিজি টিম সংবর্ধনা - পূর্ব বাংলা
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত চকরিয়ার কৃতি সন্তান মিরাজ উদ্দিন এনসিপির শীর্ষ নেতারা যেসব আসনে ভোট করবেন কে চায় নির্বাচন, কে চায় অচলাবস্থা? টেকনাফে ২ কোটি ৫০ লক্ষ টাকার ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৪৯) তারেক রহমান সমীপে বিশ্বের প্রথম রোবটমন্ত্রী কে এই ডিয়েলা দক্ষতার অভাবে সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ন হয়েছে: ওসমান গণি মনসুর ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জনগণের সঙ্গে জামায়াতের অঙ্গীকার নগরে অভিযান চলমান আছে তবু বাড়ছে মাদকসেবীর সংখ্যা ১০ মাসে ১২৪৪ মামলা ধৃত ১২৫৩ জন  মির্জাখীল দরবার শরীফের পীর সাহেবের ইন্তেকাল, জানাজা শনিবার নামাজের পর

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর দায়িত্ব হস্তান্তর-গ্রহণ ও ডিজি টিম সংবর্ধনা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর দায়িত্বভার হস্তান্তর-গ্রহণ, ডিজি টিম সংবর্ধনা, নিউ মেম্বার ইন্ডাকশন ও সার্ভিস একটিভিটিজ অনুষ্ঠান বুধবার, ২০ আগস্ট, নগরীর একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪ এর মাননীয় জেলা গভর্নর লায়ন মোছলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি লায়ন কোহিনূর কামাল এমজেএফ, সম্মানিত অতিথি ছিলেন যথাক্রমে ১ম ভিডিজি লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, ২য় ভিডিজি লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ। স্বাগত ভাষন প্রদান করেন ক্লাবের প্রধান উপদেষ্টা পিডিজি লায়ন এস এম শামসুদ্দিন এমজেএফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিডিজিবৃন্দের মধ্যে দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম. এ মালেক এমজেএফ, লায়ন এ. কাইয়ুম চৌধুরী এমজেএফ, লায়ন রূপম কিশোর বড়ুয়া পিএমজেএফ, লায়ন আলহাজ্ব রফিক আহমেদ এমজেএফ, লায়ন সিরাজুল হক আনসারি, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন শাহ আলম বাবুল পিএমজেএফ, শেখ সামছুদ্দিন সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন মো. আবু মোরশেদ।
লায়ন মোহাম্মদ মুসা এমজেএফ ও লায়ন উম্মে হাবিবার যৌথ সঞ্চালনায় ১ম পর্বে সভাপতিত্ব করেন ২০২৪-২৫ সেবাবর্ষের সভাপতি লায়ন মো. মেজবাহ উদ্দিন, ২য় পর্বে সভাপতিত্ব করেন ২০২৫-২৬ সেবাবর্ষের সভাপতি লায়ন মো. নুরুল আকবর কাজল। এছাড়া আলোচনায় অংশ নেন লায়ন একেএম শওকত হাসান খান, লায়ন রোকেয়া হক, লায়ন একরামুল হক ভূঁইয়া, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, লায়ন মো. জিল্লুর রহমান এমজেএফ, লায়ন নাজমুল হুদা এমজেএফ, লায়ন হাবিবুর রহমান, লায়ন জয়দেব চন্দ্র দাশ, লায়ন শোভিত বিকাশ বড়ুয়া এফসিএমএ, লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, লায়ন ডা. দীবাকর বড়ুয়া, মো. জাহেদ হোসেন, লায়ন অজয় কুমার বড়ুয়া, লায়ন শহীদুল ইসলাম শহীদ, ডিস্ট্রিক্ট ডিজিটিম, গেটটিম, জিএমটি টিমসহ ক্লাব লায়ন ও লিও প্রমূখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন লায়ন্স ক্লাব সবসময় মানবতার সেবায় নিয়োজিত থেকেছে এবং মানুষের কল্যাণে কাজ করেছে। আমাদের ঐক্য, আন্তরিকতা ও ভালোবাসাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আমি বিশ্বাস করি, লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিট আগামীতেও সেবার আলো ছড়িয়ে যাবে। সার্বিস একটিভিটিজের মধ্যে ছিল ক্যান্সার রোগী ও কিডনি রোগীকে চিকিৎসা সহায়তা এবং কন্যাদায়গ্রস্থ পিতাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla