নবাবগঞ্জ প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
২৫ ফেভ্রুয়ারী মঙ্গলবার নবাবগঞ্জ প্রেস ক্লাবের অস্থায়ী কর্যালয়ে আলোচনার মাধ্যমে মতিয়ার রহমান(দৈঃকরতোয়া)কে সভাপতি খোরশেদ আলম সরকার(দিনকাল)কে সহ-সভাপতি হাফিজুর রহমার মিলন(দৈনিক যায়যায়দিন)কে সাধারন সম্পাদক আতিকুল ইসলাম চৌধুরী(দৈনিক আজকের পত্রিকা)কে সহ-সাঃ সম্পাদক রনজিত রায়(দৈনিক বর্তমান দেশবাংলা)কে সাগাঠনিক সম্পাদক একরামুল হক(দৈনিক খবর একদিন)কে কোষাধ্যক্ষ গোলাম রব্বানী(জয়ভিশন)কে দপ্তর সম্পাদক অলিউর রহমান মেরাজ(দৈনিক জনমত)কে প্রচার সম্পাদক এবং আরিফুল ইসলাম আরিফ(দৈনিক সূর্যোদয়) রেজায়ানুল হকশুভ(এনজি নিউজ) রুহুল আমিন প্রধান(দৈনিক তিস্তা) মাহাবুবুর রহমান(এনজি নিউজ) ও সাইদুর রহমান(দৈনিক দেশ বুলেটিন)কে সদস্য করে আগামী ২ বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। ।