1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
সিইবিসি দুই পেরিয়ে ৩য় বর্ষে পদার্পণ - পূর্ব বাংলা
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করলেন বিএনপি নেতা বিপ্লব মাওলানা শাহ সুফি মুহাম্মদ জামাল উদ্দিন মমিন (রঃ) এবং কবরবাসী স্বরণে ১ম বার্ষিক দোয়া মাহফিল ইউনেস্কো ক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বায়েজিদ বোস্তামী ও মালেক শাহ (র.) ওরশ সম্পন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন ফোরকানিয়া মাদরাসা শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত  আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন ২৬৫ জন রোগীর ছানি অপারেশন করালেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে রাজপথ ছাড়বো না: হান্নান মাসউদ

সিইবিসি দুই পেরিয়ে ৩য় বর্ষে পদার্পণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

রানা সাত্তার

অফলাইন -অনলাইন উদ্যোক্তাদের অন্যতম একটি প্ল্যাটফর্মের নাম সিইবিসি।বন্দর নগরী চট্টগ্রামে গড়ে ওঠা কিছু নারী উদ্যক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় সিইবিসি আজ বেশ প্রতিষ্টিত।দেখতে দেখতে এই প্ল্যাটফর্ম দুই বছর পেরিয়ে আজ ৩য় বর্ষে পদযাত্রা শুরু করে। গত ৮জুন (শনিবার) সিইবিসি’র দুই বছর পেরিয়ে ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে নগরীর একটি রেষ্টুরেন্টে এক মিলনমেলা ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। স্কিন কেয়ার প্রোডাক্ট মিতা রহমান নিবেদিত এই মিলন মেলায় আয়োজক হিসাবে ছিল ট্টগ্রাম ই-শপ বিজনেস কমিউনিটিসহ ৬০জন স্পনসর ও রেজিষ্ট্রেশন উদ্যক্তাদের নিয়ে সিইবিসি’র জন্মদিনের কেক কাটা হয়। এইবারের আয়োজনে ছিল, সিইবিসি’র জন্মদিন নিয়ে বিভিন্ন স্পন্সদের শুভেচ্ছা বিনিময়, টাইটেল ও কো স্পন্সরদের পেইজের নানা অফার, স্পন্সরদের ক্রেস্ট বিতরন, কেক কাটা পর্ব এবং রেফেল ড্র এবং বিনোদনের অংশ হিসাবে একটি খেলা আয়োজন করা হয়। মিলন মেলায় টাইটেল স্পন্সর মিতা রহমান বলেনঃ সিইবিসি বরাবরই আমার পছন্দের একটি গ্রুপ। ধীরে ধীরে এই প্ল্যাটফর্ম আরো জনপ্রিয়তায় পরিনত হচ্ছে।ভবিষ্যতে এই গ্রুপ বড় থেকে আরো বড় হবে বলে আশাবাদী। গ্রুপের এডমিন তানিয়া ইসলাম বলেন,নারীর অক্লান্ত পরিশ্রমের কারনে অনলাইন এবং অফলাইন ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে সিইবিসি আজ প্রায় সাড়ে ১১ হাজার সদস্যে পরিপূর্ণ হলো,এই অর্জন এই গ্রুপের সকলের অর্জন।আগামীতে আরো ভালো কিছু আশা করছি,ইনশাআল্লাহ। গ্রুপের এডমিন আইমুন লোপা বলেন,এই গ্রুপটি প্রতিটি উদ্যেক্তাদের কাজগুলো খুবই সুন্দর করে নিপুণভাবে সবার সামনে তুলে ধরে।নারী উদ্যক্তাদের কাজ গুলি একদিন বিশ্ববাজারে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আশাবাদী। আর এই কাজে সিইবিসি থাকবে সবার পাশে। অনুষ্ঠানে স্পনসর হিসাবে ছিলেন,কো- স্পন্সর Artistry By Kaniz TJ পেইজের সত্ত্বাধিকারী কানিজ ফাতেমা জেসি,ফোটগ্রাফী স্পন্সর ছিলেন ছবিকন্যা ফোটোগ্রাফী,কেক স্পন্সর ছিলেন- কেক এন্ড পেস্ট্রি, টুথসাম বাইটস ও আশ শুকরান,মেহেদী স্পন্সর ছিলেন- সাবরিনাস আর্ট এন্ড ক্রাফ্টস,গিফ্ট স্পন্সর ছিলেন-আনাবিয়াস এটায়ার, নুসরাত কালেকশন ও সুমিজ ক্লোসেট,ফুড স্পন্সর ছিলেন- কেএস কিচেন,সাপোর্টিং স্পন্সর ছিলেন- টুকিটাকি বাই এলএল ও আন্তরাস গ্ল্যামারস ।এছাড়াও মডারেটর প্যানেলের মধ্যে উপস্থিত ছিলেন-অন্তরা, নুসরাত,নিশাত।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla