চট্টগ্রাম কালুরঘাট মৌলভীবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৪ পরিবার ও সন্তান সম্ভাবা মায়ের পাশে আন্তর্জাতিক সেবামুলক সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট। অক্টোবর সার্ভিসের মানবিক কাজের অংশ হিসেবে ১৬ অক্টোবর মৌলভীবাজার রেল গেইট পার্শবর্তী বস্তিতে আগুনের লেলিহান শিখায় নিঃস্ব হয়ে যাওয়া
৫৪ নিম্নবিত্ত পরিবারের মাঝে ১৮ অক্টোবর, বুধবার, সন্ধ্যা ৬টায় শুকনো খাদ্য সামগ্রী বিতরণ ও সন্তান সম্ভাবা ছেনোয়ারা বেগমের প্রসবকালীন সময়ের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন এস. এম. শামসুদ্দিন এমজেএফ, রিজিয়ন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, জোন চেয়ারপার্সন লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, আই পি পি জোন চেয়ারপারসন লায়ন জিল্লুর রহমান এমজেএফ, ক্লাব প্রেসিডেন্ট লায়ন নাজমুল হুদা এমজেএফ, ক্লাব সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন শিবুল সেন, ক্লাব ট্রেজারার লায়ন জাহিদ হোসেন, ক্লাব মার্কেটিং কমিউনিকেশন চেয়ারপারসন লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া।