মাহমুদুর রহমান,সন্দ্বীপ
২৯ মার্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্দ্বীপে চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের নির্দেশনায় চলে রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক অভিযান,এতে করে জনগনের মধ্য আতঙ্ক বিরাজ করছে।সি এন জি চালিত অটো রিস্কা ভাড়া দ্বিগুণ হয়ে গেছে
এ অভিযানের খবর যেখানে দ্বীপে ৫ হাজারের ও উপরে মোটরসাইকেল চলাচল করে যেখানে সেখানে সকাল থেকে রাস্তায় কোন মোটরসাইকেল চলাচল করতে দেখা যায় নি, বিশেষ অভিযানে ৬৫ টি মোটরসাইকেল আটক করা হয়েছে, মামলা দেয়া হয়েছে ১৫ টির, রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল মালিকেরা কেউ গাড়ি নিয়ে বের হয় নি, সবাই গাড়ি বাড়িতে রেখে পায়ে চলাচল ও সিনজি চালিত অটোরিকশাই চলাচল করতে দেখা গেছে। এ সুযোগে রাস্তায় গাড়ি ভাড়া দিগুণ হয়ে গেছে। এদিকে বিভিন্ন অকটেন ও পেট্রোলের দোকানে গিয়ে জানা যায় তৈল বিক্রি কমছে নব্বই গুণ, সকাল থেকে সন্দ্বীপের টার্নিং পয়েন্ট এনাম নাহার মোড় ও গুপ্তছড়া বাজারে সরেজমিনে দেখা যায় এনাম নাহার মোড়ের বড় তেল ব্যাবসায়ী রিপন জানান আমার যেখানে প্রতিদিন গড়ে ২৫০/৩০০ কেজি তৈল বিক্রি হতো সেখানে আজ আমার সন্ধ্যা পর্যন্ত ৭ কেজি বিক্রি হয়েছে, সন্দ্বীপে গুপ্তছড়া ঘাট মুখী বাজার গুপ্তছড়া বাজারের তৈল ব্যাবসায়ী নিজাম উদ্দীন জানান আমার প্রতিদিন গড়ে ২৩০/২৫০ কেজি তৈল বিক্রি হতো আজ হয়েছে ৩০ কেজি,
সন্দ্বীপ এর সাধারণ জনগন এই অবস্হার পরির্তন চাই অনেকের পরিবারের আয়ের একমাত্র মাধ্যম এই ভাড়ায় চালিত এই মোটরগাড়ি।