1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
সাংস্কৃতিক ধারার পল্টনাড্ডায় বক্তারা ধর্ম-সংস্কৃতি সুপথ দেখায় - পূর্ব বাংলা
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

সাংস্কৃতিক ধারার পল্টনাড্ডায় বক্তারা ধর্ম-সংস্কৃতি সুপথ দেখায়

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩৮০ বার পড়া হয়েছে

জাতীয় সাংস্কৃতিকধারার পুরস্কার সাউন্ডবাংলা-পল্টনড্ডা-১১২ তে বক্তারা বলেছেন, ধর্ম-সংস্কৃতি সুপথ দেখায়। ১৫ এপ্রিল সন্ধ্যায় ইফতার ও  সাহিত্যায়োজনে বক্তারা উপরোক্ত কথা বলেন। জাতীয় সাংস্কৃতিক ধারার উপদেষ্টা, সাবেক ব্যাংকার-কথাশিল্পী নাজমুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কবি সাইফুল ইসলাম চৌধুরী। আলোচনা ও লেখা পাঠে অংশ নেন কথাশিল্পী শান্তা ফারজানা, কবি খান কাওসার কবির, কবি ও সাংবাদিক ওয়াজেদ রানা, কবি বিমল সাহা, জোবায়ের মাতুব্বর, মোকতারুল ইসলাম বাবু প্রমুখ।

মোমিন মেহেদীর স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনে এ সময় বক্তারা আরো বলেন, নির্মমতার হাত থেকে মুক্তির জন্য দেশে সংস্কৃতি-সাহিত্য-সুশিক্ষা চর্চা বাড়ানো প্রয়োজন। সময় এসেছে ছাত্র-যুব-জনতাকে আলোর পথ দেখানোর, সেই আলোর পথের নির্দেশনা আসবে আলোকিত মানুষদের লেখনির মধ্য দিয়ে। সাংস্কৃতিকধারা ও সাউন্ডবাংলার উদ্যেগে নিয়মিত প্রকাশনা স্বপ্নালোক-এ পঠিত লেখাগুলো প্রকাশিত হবে। পাশাপাশি সর্বস্তরের লেখক-কবিগন লেখা পাঠাতে পারেন। আগামী পল্টনাড্ডায় অংশগ্রহণকারী প্রত্যেক লেখককে নির্ধারিত সদস্য ফরমপূরণপূর্বক ১০০০ হাজার টাকার বই উপহার প্রদান করা হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla