
রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের মত বিনিময় ও নির্বাচনী সভা ১৭ অক্টোবর ২০২৫ শুক্রবার নগরীর চকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের সভাপতি পন্ডিত অরুণ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়তোষ আচার্য্য। সভায় সম্পাদকীয় বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব কান্তি নাথ। পরিষদের বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন দক্ষিণ জেলা সংসদের সভাপতি পন্ডিত রুপন কান্তি নাথ, উত্তর জেলার কর্মকর্তা পন্ডিত লিপ্টন নাথ, পুরোহিত চন্দন দেবনাথ, প্রিয়তোষ নাথ প্রমুখ।
কেন্দ্রীয় কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রধান অতিথি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ত্রি-বার্ষিক নির্বাচনী সভায় আগামী ২০২৫ হতে ২০২৮ সংসদের জন্য পন্ডিত অরুণ দেবনাথকে সভাপতি, সাংবাদিক বিপ্লব কান্তি নাথকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ বাংলাদেশ এর নতুন সংসদ নির্বাচিত করা হয়।
সভায় আগামী ১৪ নভেম্বর রোজ শুক্রবার অভিষেক, গীতাপাঠক, কবিয়াল ও গুণীজন সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করার জন্য আহŸান জানান। উক্ত অনুষ্ঠানেকে সার্বিক সহযোগিতা দিয়ে সাফল্যমÐিত করার জন্য নির্বাচন কমিশনার সকল নির্বাচিত কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান। সেই সাথে ২৫ সদস্য বিশিষ্ট একটি গুরুত্বপূর্ণ উপদেষ্টা কমিটি গঠন করা হয়।