
চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের সাজ্জাদানশীন হজরত শাহ জাঁহাগীর তাজুল আরেফীন মৌলানা সৈয়দ মোহাম্মদ আরেফুল হাই (ক.) ৮৫ বছর বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করে চিরন্তন প্রভুর সান্নিধ্যে গমন করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
তাঁর নামাজে জানাজা কাল শনিবার ফজরের নামাজের পর পবিত্র মির্জাখীল দরবার শরীফে, তাঁর জানশীন ও সাহেবে সাজ্জাদাহ হজরত ড. মৌলানা সৈয়দ মোহাম্মদ মকসুদুর রহমান সাহেবের ইমামতিতে অনুষ্ঠিত হবে। তাঁর ইন্তেকালে বিশ্বের বিভিন্ন সিলসিলার সকল সাজ্জাদানশীনগণ, দরবার শরীফসহ দেশ- বিদেশের অসংখ্য ভক্ত-মুরিদ, আশেক ও শুভাকাঙ্ক্ষী গভীর শোকে মুহ্যমান।