
মহল মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ৭ অক্টোবর নগরীর একটি কমিউনিটি সেন্টার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মোঃ আবদুল আলম আবদুল্লাহ, যুগ্ম নির্বাচন কমিশনার হিসেবে বাবু বিধান বড়ুয়া ও মুরাদুল আলম চৌধুরী দায়িত্ব পালন করেন।
জানা গেছে, ৩১১ জন ভোটারের মধ্যে ৩০৭ জন এতে ভোটাধিকার প্রয়োগ করে। এতে দুটি প্যানেল প্রতিদ্বন্ধীতা পালন করে। সভাপতি পদে মোঃ নুরুল আলম, সাধারণ সম্পাদক পদে সৈয়দ মোঃ আনোয়ারুল ইসলাম বাবর, সহ সভাপতি পদে মোঃ নবীর ইসলাম মিন্টু, সহ সাধারণ সম্পাদক পদে মোঃ আজিজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবু বক্কর রায়হান রাজু, অর্থ সম্পাদক পদে মুহাম্মদ মঈনুল ইসলাম, প্রচার সম্পাদক পদ প্রার্থী মোঃ নাঈম উদ্দীন, ধর্ম সম্পাদক পদে মোঃ শহীদুল্লাহ, দপ্তর সম্পাদক পদে মোঃ কামাল উদ্দীন, আইন সম্পাদক পদে মোঃ আবদুল শুক্কুর (সায়েম), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ ফোরকান, কার্যকরী সদস্যপদে মোঃ ফোরকান (মাঝু), মোঃ মোরশেদ আলম, মোঃ হাবিবুর রহমান ও মোঃ মনজু নির্বাচিত হয়েছে। উক্ত নির্বাচনে বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ নির্বাচন কার্যক্রম পরিদর্শন করে সš‘ষ্টি প্রকাশ করে। নির্বাচন কমিশনাররা বলেন প্রায় ৩১১ জন ভোটারের মধ্যে ৩০৭ জন ভোট প্রয়োগ একটা নজিরবিহীন ঘটনা। শতভাগ সুষ্ঠু, সুন্দর ও ভয়বিহীন এ ভোটদান কার্যক্রম করতে পেরে আমরা আনন্দিত। তারা বলেন নব নির্বাচিত নেতৃবৃন্দ সকল রকম প্রতিযোগিতা ভুলে সমিতির উন্নয়নে ঐক্যবদ্ধ ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।