1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায়- মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক - পূর্ব বাংলা
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায়- মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

 

সনাতনী ধর্মাবলম্বীদের বৃহত ধর্মীয় উৎসব “শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে” চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সিএমপির শুটিং ক্লাবে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা গতকাল রোববার বিকেলে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত)। মোঃ আহসান হাবীব পলাশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ বিপিএম’এর’ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ ,উপ-পুলিশ কমিশনার (পশ্চিম)হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া,উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত),চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম।

সভায় শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পূজামণ্ডপে নিরাপত্তা টহল, ট্রাফিক নিয়ন্ত্রণ, অগ্নি নিরাপত্তা, সিসিটিভি পর্যবেক্ষণ, স্বেচ্ছাসেবক কার্যক্রম এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেন,শারদীয় দুর্গাপূজা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্যের প্রতীক। এটি শুধু হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নয়—এটি বাঙালি সংস্কৃতির অংশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ যে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে প্রস্তুতি নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।
আমি বিশ্বাস করি, তাঁদের এই পেশাদারিত্ব ও দায়িত্ববোধের কারণে এ বছরও দুর্গাপূজা সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে।”

তিনি আরও বলেন—“আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে সামাজিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সবার দায়িত্ব হবে শান্তি ও সৌহার্দ্য রক্ষা করা—কারণ দেশ ও গণতন্ত্র সবার উপরে।”

শেষে তিনি বলেন— “বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি চিরকাল আমাদের গর্ব। সকলের অংশগ্রহণে এ বছরও দুর্গাপূজা হোক শান্তি, নিরাপত্তা ও ঐক্যের প্রতীক।”

সভাপতির বক্তব্য সিএমপি কমিশনার হাসিব আজিজ বিপিএম বলেন—“প্রথমেই আমি সিএমপির পক্ষ থেকে প্রধান অতিথি ফারুক-ই-আজম বীর প্রতীক মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। তাঁর উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন— “শারদীয় দুর্গাপূজা আমাদের সংস্কৃতি, সহাবস্থান ও ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন। সিএমপি ইতোমধ্যে পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি মনিটরিং, টহল ব্যবস্থা ও মোবাইল রেসপন্স টিম নিয়োজিত করেছে। ট্রাফিক ব্যবস্থাপনা ও অগ্নি-নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।”
তিনি আরো বলেন— “আমাদের লক্ষ্য শুধু নিরাপত্তা নয়—বরং এমন এক পরিবেশ তৈরি করা যেখানে মানুষ নির্ভয়ে, আনন্দে ও সম্প্রীতির বন্ধনে উৎসব উদযাপন করতে পারেন। সবার সম্মিলিত সহযোগিতায় চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা ২০২৫ হবে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla