
অফিসার ইনচার্জ বন্দর থানার নেতৃত্বে এসআই মাহফুজুর রহমান অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি মামলার ঘটনায় জড়িত শিশুসহ ৩ জনকে আটক হয়।
আটককৃতরা হলো ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ এলাকার নিজাম ভবনের মোঃ রফিকের ছেলে মোঃ মুন্না (১৬), ভোলা জেলার লালমোহন থানার নাজিরপুর গ্রামের পিতা-আবু কালামের পুত্র মোঃ তামিম (১৪), বন্দর থানার এরশাদ সওদাগরের ভাড়া ঘরের মোঃ জামালের পুত্র মোঃ রাকিব প্রকাশ রবিউল (১৪) ও বন্দর থানার বড়পোল এলাকার রাসেল হুজুরের বাড়ীর বুইল্লার কলোনীর মোঃ আইনুলের পুত্র মোঃ জাহিদ হোসেন। এদেরকে ১৪ আগষ্ট সকাল পৌনে ৮টায় বন্দর থানাধীন নিমতলা এলাকা হতে আটক করা হয়।
তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।