
আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় চাঞ্চল্যকর সিএনজি অটোরিকশা চালক মো. সাজ্জাদ (২২) হত্যা মামলায় আরও এক আসামি আশরাফ (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার আশরাফ হত্যাকাণ্ডের মূলহোতা সাইফুলের ছোট ভাই। তারা দুজনই রাঙামাটি জেলার লংগদু এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, আশরাফকে নিয়ে অভিযানে গিয়ে সাজ্জাদ হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে চট্টগ্রামের রাউজান এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারা থানা পুলিশ আশরাফকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
ওসি মনির হোসেন বলেন, “সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রটি বিক্রিযোগ্য গাড়িকে টার্গেট করে। এরপর গাড়িটিকে কাঁদামাটির মাধ্যমে চিহ্নিত করে চালককে আটকে হাত-পা বেঁধে প্রথমেই দুই চোখ উপড়ে হত্যা করত।”
তিনি আরও জানান, “গ্রেপ্তারকৃত সাইফুল আন্তঃজেলা সিএনজি চোর চক্রের অন্যতম সদস্য। পারিবারিকভাবে ভয়ংকর হয়ে ওঠা এই চক্রটি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলাজুড়ে সক্রিয়। সাজ্জাদ হত্যাকাণ্ডে এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় আনোয়ারার বটতলী এলাকা থেকে যাত্রী সেজে সাজ্জাদকে ভাড়া নেয় চক্রটি। পরে বরুমচড়ার কানু মাঝির ঘাট এলাকায় নিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাকে।
পরদিন সকালে কানুমাঝির হাট এলাকায় শঙ্খ নদীর পাড়ের একটি পুকুরঘাট থেকে সাজ্জাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাজ্জাদ উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার মো. নাছির উদ্দিনের ছেলে।