1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
কুয়াশাছন্ন বালি মাঠ - পূর্ব বাংলা
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

কুয়াশাছন্ন বালি মাঠ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

নিজাম উদ্দিন চৌধুরী তাসিন

দেহ মানুষের ,
কী দাম দিলো আর।
কাল ফুরালো
হাতে নেই কিছু ।

চলার সঙ্গী দুপা
হার মেনে
নিয়েছে
সাদা কাপড়ে
পিছু।

নিশ্চিত এই,
সময় ফিরবেনা
জানি এই
ভিড়ের শহরে..

কুয়াশাছন্ন এই বালি মাঠ
লাগে যেনো তৈরি
আমার,
ভুল গুলো দিয়ে।

বাড়ি ছেড়েছি আমি
নিভিয়ে সব স্বপ্নের প্রদীপ
করেছি এ জীবন আমি
প্রবাহিত,
স্রোতের অধীন।

কেটে গিয়েছে,
দেখে দেখে,
চোখের সামনে ।
শতাব্দী,
ফুরালো।

সাথে নিয়ে,
একাকীত্ব
স্বপ্নে ভরা, চোখে দেখি ।

বেদনার,
বুক ভারি হয়,
ইচ্ছের পালকিতে দেখি..
যাত্রী হয়ে
অন্য আর কিও নয়।

বাড়ি ছেড়েছি আমি..
নিভিয়ে সব স্বপ্নের প্রদীপ..
করেছি এ জীবন আমি
প্রবাহীত,
স্রোতের অধীন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla