1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
পতেংগায় ইস্টার্ন রিফাইনারির আগুন ৩ ঘন্টা পরে নিয়ন্ত্রণ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

পতেংগায় ইস্টার্ন রিফাইনারির আগুন ৩ ঘন্টা পরে নিয়ন্ত্রণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

তেল শোধনাগার চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারিতে একটি তেলের পাইপ লাইনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ৪ কর্মী আহত হয়েছেন। ইপিজেড থানার ওসি আব্দুল করিম আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনের ঘটনায় চার জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ।

আহতরা হলেন ইস্টার্ন রিফাইনারির নিরাপত্তা কর্মী মো. আকতার, প্রতিষ্ঠানের স্টাফ মামুন, অডিটর আবদুর রহমান ও সাইফুল। এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ৮টি গাড়ি কাজ করেছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মিরারিং সেকশনের তেলের পাইপলাইনে আগুন লেগেছিল। খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, কর্ণফুলী ও ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নেভাতে নৌবাহিনীর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে সহায়তা করেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি। উল্লেখ্য যে,ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার। এই স়ংবাদটির তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ভিতরে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla