1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
চট্টগ্রামে ‘Pleasure and Pain’ আত্মজীবনীমূলক গ্রন্থ'র মোড়ক উন্মোচন - পূর্ব বাংলা
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

চট্টগ্রামে ‘Pleasure and Pain’ আত্মজীবনীমূলক গ্রন্থ’র মোড়ক উন্মোচন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

 

রানা সাত্তার
চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজিং ট্রাস্টি এবং দেশের খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেনের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘Pleasure and Pain’ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান আবির প্রকাশন থেকে প্রকাশিত এ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিকাল ৩টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক, একুশে পদকপ্রাপ্ত ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১. প্রফেসর মু. সিকান্দার খান, সাবেক উপাচার্য, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি
২. অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, উপাচার্য, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ৩. আবুল মোমেন, একুশে পদকপ্রাপ্ত লেখক ও শিক্ষাবিদ গ্রন্থের লেখক অধ্যাপক ডা. রবিউল হোসেন তাঁর বক্তব্যে বলেন, “জীবনের আনন্দ ও বেদনার পথচলাকে সত্যনিষ্ঠভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এ গ্রন্থ শুধু আমার স্মৃতিচারণ নয়, বরং একটি সময়ের সৎ দলিল।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘Pleasure and Pain’ গ্রন্থটি শুধু একটি আত্মজীবনী নয়, বরং চিকিৎসা নন্দন, মানবিকতা, সংগ্রাম ও দায়িত্ববোধের এক অনন্য দলিল। চট্টগ্রামসহ দেশের চিকিৎসা শিক্ষায় ডা. রবিউল হোসেনের অবদান আগামী প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবে।

পাঠক, শিক্ষাবিদ, চিকিৎসক এবং সংস্কৃতিমনায় ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য বোধের আসরে। আবির প্রকাশনের পক্ষ থেকে জানানো হয়, বইটি শিগগিরই সারা দেশের বইয়ের দোকান ও অনলাইনে পাওয়া যাবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla