1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
 সিডিএ'র নয়া সিবিএ সভাপতি ফয়েজ আহম্মদ সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান - পূর্ব বাংলা
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

 সিডিএ’র নয়া সিবিএ সভাপতি ফয়েজ আহম্মদ সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র নয়া সিবিএ সভাপতি ফয়েজ আহম্মদ (বাবুল) সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান পদে ঘোষিত হয়েছেন । ইতিপূর্বে তারা চউক জাতীয়তাবাদী কর্মচারী দল (রেজি নং চট্ট ২৯৪৯) দায়িত্বে ছিলেন।

কমিটির সহ – সভাপতি হলেন নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী ,  যুগ্ন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হেমায়েত ইসলাম সবুজ ,  অর্থ সম্পাদক শাহদাত হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক আবু জাফর ইকবাল  , কার্যকরী সদস্য জাকির হোসেন , আবদুল মান্নান  ও  মোঃ আবুল বশর।

গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ সালে গিয়াস উদ্দিন (পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন ) এর স্বাক্ষর সম্বলিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। প্রসংগত  গত ১৫ আগষ্ট চউক জাতীয়তাবাদী কর্মচারী দলের নেতৃবৃন্দের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়।

এদিকে শ্রম আইন লঙ্ঘন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) যৌথ দরকষাকষি প্রতিনিধি উপরোক্ত সিবিএ কমিটি ঘোষণা করার অভিযোগ ওঠেছে শ্রম অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মো. গিয়াস উদ্দীনের বিরুদ্ধে। আইন অনুযায়ী  নির্বাচনের মাধ্যমে সর্বাধিক ভোটের মাধ্যমে সিবিএ প্রতিনিধি নির্বাচনের কথা থাকলেও রহস্যজনক কারনে একটি চিঠির মাধ্যমে জাতীয়তাবাদী শ্রমিক দলকে (রেজি নং-চট্ট.২৯৪৯) সিবিএ ঘোষণা করেছে । এ ধরণের চিঠি ইস্যু  করে নির্বাচন ছাড়া কাউকে বৈধতা দেয়ার এখতিয়ার শ্রম অধিদপ্তর বা পরিচালকের নেই বলে জানিয়েছে শ্রমিক নেতারা। এতে বিএনপি খোদ নেতারাও নাখোশ হয়েছে বলে একটি দাবী করেছে।

জানা গেছে,  চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে ৩টি নিবন্ধিত ও বৈধ ট্রেড ইউনিয়ন আছে।  এগুলো হচ্ছে, চউক জাতীয়তাবাদী কর্মচারী দল (রেজি: নং-চট্ট-২৯৪৯), সিডিএ এমপ্লয়ীজ এসোসিয়েশন (রেজি নং- চট্ট.৯৫), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন  (রেজি নং- চট্ট.২৪৯৫) ।

চউক জাতীয়তাবাদী কর্মচারী দল’কে বৈধ সিবিএ ঘোষণা করার বিষয়ে শ্রম দপ্তরের চিঠি নিয়ে সংশ্লিষ্টদের মাঝে সমালোচনা ও ক্ষোভ প্রকাশ শুরু হয়েছে। বিষয়টিতে চরমভাবে আইন লঙ্ঘন হিসেবে দেখছেন চউকের কর্মচারীরা। মোটা অংকের অনৈতিক লেনদেনের মাধ্যমে এমন বেআইনি চিঠি দিয়েছেন বলেও নাম প্রকাশ না করার শর্তে মন্তব্য করেছেন কেউ কেউ।
এ ব্যাপারে শ্রম অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন মো. গিয়াস উদ্দীনের মোবাইলে একাধিকবার কল দিয়েও  কল রিসিভ না হওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla