
আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশা চালক মোহাম্মদ সাজ্জাদ (২২) হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (১১ অক্টোবর) রাতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সোহানুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রমজান আলী প্রকাশ আক্কর (৩৭) ও মো. হারুন (৪২)। তাঁরা উপজেলার বরুমছড়া ইউনিয়নের বাসিন্দা। গ্রেপ্তারের পর শনিবার আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে বারখাইন ইউনিয়নের হাজীগাঁও কুলালপাড়ার বাসিন্দা সিএনজি চালক মো. সাজ্জাদ নিখোঁজ হন। তাঁর পিতা মো. নাছির ড্রাইভার জানান, সেদিন রাতে তিনি যাত্রী নিয়ে বের হয়ে আর আর ফিরে আসেননি।
১৬ সেপ্টেম্বর দুপুরে বরুমছড়া ইউনিয়নের কানুমাঝির হাটের পশ্চিম পাশে শঙ্খ নদীর তীরে জনৈক হাজী নুরুল হকের ফিশারির দীঘিতে সাজ্জাদের জবাইকৃত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্তে উঠে আসে, যাত্রীবেশে চারজন সাজ্জাদকে ভাড়ায় নিয়ে বরুমছড়ায় যায়। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাঁকে কলাবাগানে নিয়ে গামছা দিয়ে মুখ বেঁধে জবাই করে হত্যা করা হয়। পরে লাশ পানিতে ফেলে সিএনজি অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ঘাতকরা।
এএসপি মো. সোহানুর রহমান বলেন, “সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। গ্রেপ্তার দুইজন তাঁদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”