
আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পানিতে ডুবে মো. ইয়াছিন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন ওই গ্রামের মো. জসিমের ছেলে। সে আয়েশা হক তা’লিমুল কুরআন ইনস্টিটিউটের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ইয়াছিন বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়। খেলতে খেলতে একপর্যায়ে পরিবারের অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, “শিশুটি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছে। আমাদের চিকিৎসকরা তাকে মৃত অবস্থায় পান।”