1. admin@purbobangla.net : purbobangla :
সোমবার, ০৬ মে ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন শিল্পপতি খলিলুর রহমান বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছে ২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জুবায়ের আলম আশিক দেশে ২০ হাজার শিশু ডায়াবেটিসে ভুগছে মনজুর আলম প্রতিষ্ঠিত নতুন ৩ টি জামে মসজিদ জুম্মার নামাজ আদায় এর মাধ্যমে শুভ উদ্বোধন তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে –  সিমিন হোসেন পতেঙ্গা চরপাড়ায় অবৈধ অনুমোদহীন আইসক্রীম ফ্যাক্টরীঃ প্লাস্টিক ফ্যাক্টরী লোকেরাই আইসক্রীম ফ্যাক্টরীরও কর্মী গনচিনি, চ্যাকারাইন, লোংরা পানি ও বিষক্ত ক্যামিক্যাল ব্যবহার সীতাকুণ্ডের গুলিয়াখীতে ‘সবুজ চুড়ি আন্দোলনে ২৫শ তালগাছ রোপন সাংবাদিক ওমর ফারুকের ইন্তেকাল ২৯ শে এপ্রিল নিহতদের স্মরণে সাহিত্য পাঠচক্রের স্মরণ সভা পথচারীদের মাঝে শরবত, পানি ও গামছা বিতরণ করলেন হেলাল আকবর চৌধুরী বাবর 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কোটি ২০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১ জুন, ২০২২
  • ১৬০ বার পড়া হয়েছে

  চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজির বেশি সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়। ১লা জুন বুধবার সকালে উড়োজাহাজ থেকে মো. সাইফুল ইসলাম নামক ১জনকে আটক করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে দেশে আসেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, সাইফুলের কাছে ৩ কেজি ৯৪৪ গ্রাম ওজনের সোনার বার পাওয়া যায়। এ ছাড়া তাঁর কাছে স্বর্ণালংকারও পাওয়া যায়। সব মিলিয়ে তাঁর কাছ থেকে চার কেজির বেশি সোনা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শারজাহ থেকে এক যাত্রী সোনার বার নিয়ে দেশে আসছে বলে তথ্য পাওয়া যায়। এ তথ্য পেয়ে অধিদপ্তরের মহা পরিচালক মোবারা খানম  মঙ্গলবার রাতে ঢাকা থেকে শুল্ক গোয়েন্দাদের একটি দলকে চট্টগ্রামে পাঠিয়ে দেন।  শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, আজ সকালে সোয়া সাতটার পর এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণের পরই শুল্ক গোয়েন্দারা সন্দেহভাজন যাত্রীকে তল্লাশি করেন। সোনাসহ সাইফুলকে উড়োজাহাজ থেকে আটক করা হয়। অধিদপ্তরের উপ পরিচালক এ কে এম সুলতান মাহমুদ ঘটনার বর্ণনা দিয়ে গণমাধ্যমকে বলেন, তল্লাশির সময় যাত্রী সাইফুলের কোমরে কালো টেপে মোড়ানো অবস্থায় ৩৪টি সোনার বার পাওয়া যায়। এ ছাড়া তাঁর কাছে স্বর্ণালংকার পাওয়া যায়।

   এদিকে আমাদের অনুসন্ধানে দেখা গেছে, নগরে অবস্থান করে অথচ তাদের বাড়ী লোহাগাড়া ও সাতকানিয়া তাদের একটি চোরাচালান চক্র রয়েছে।ওই চক্রের অনেকের রিয়াজ উদ্দিন বাজারে দোকান রয়েছে।বিশেষ মোবাইল সেট বিক্রির আড়ালে এরা স্বর্ণ চোরাচালান কাজে জড়িত।

                দুবাই মনছুরের হাত ধরে স্বর্ণবার চক্র

সাইফুল ইসলাম মনছুর। চাকরি করতে গিয়েছিলেন দুবাই। সেখানে গিয়ে স্বর্ণের নেশায় ডুবে চোরাচালানে মজেন। চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের মনছুর দেশে গড়ে তোলেন স্বর্ণবার চোরাচালানের দুর্ধর্ষ সিন্ডিকেট। ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ধরা পড়া ১৫ কেজি স্বর্ণবারের মালিকও এই মনছুর। দুবাই থেকে পাঠানো স্বর্ণবারের চালান শাহ আমানতে বুঝে নিতেন আলাউদ্দিন। বিমানবন্দর থেকে আলাউদ্দিন সেগুলো নগরের হিলভিউ আবাসিক এলাকার ২ নম্বর রোডের গোল্ডেন হাউজ ভবনের রাজিবুল ও মোক্তারের বাসায় পৌঁছে দিতেন। তাঁদের দু’জনের হিলভিউ আবাসিক এলাকার বাসার ‘গুদাম’ থেকে সারাদেশে ছড়িয়ে দেওয়া হতো চোরা স্বর্ণবার!

স্বর্ণবার চোরাচালান মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম মেট্রো ও জেলার ইন্সপেক্টর মুহাম্মদ শরীফ বলেন, দীর্ঘ তদন্ত শেষে মনছুরের পুরো চক্রকে শনাক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। রাউজান ও ফটিকছড়ির আসামিদের গ্রামের বাড়িতে অভিযানও চালানো হয়েছে।

মনছুরের ৬ সদস্যের চোরাচালান চক্র: সিআইডির তদন্তে উঠে এসেছে, ১৫ কেজি স্বর্ণবার চোরাচালানের মূল হোতা মনছুরের চক্রে আছে রাউজান ও ফটিকছড়ির ৬ চোরাকারবারি। মনছুরের সহযোগী আলাউদ্দিন, রাজিবুল ইসলাম রাজীব ও মোক্তার। তাঁদের সবার বাড়ি রাউজানে। দেশে অবস্থানরত রাজীব চট্টগ্রাম বিমানবন্দর কেন্দ্রীয় স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তাঁর সহযোগী মোক্তার ও আলাউদ্দিন। তাঁরা অন্য আরেকটি স্বর্ণবার চোরাচালান মামলার আসামি। এ ব্যাপারে তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। দীর্ঘদিন ধরে দুবাই থেকে শুল্ক্ক ফাঁকি দিয়ে বিভিন্ন যাত্রীর বিমানের টিকিট ও নগদ টাকার প্রলোভন দিয়ে স্বর্ণ চোরাচালানের কাজ করে আসছিলেন তাঁরা।

পরিচয়ের সূত্র ধরে চোরাচালান চক্রে জয়নাল: অভিযোগপত্রে সিআইডি উল্লেখ করে, ২০১৮ সালের জয়নাল আবেদীন সংযুক্ত আরব আমিরাতে যান। আমিরাতে যাওয়ার পর আসামি জয়নাল জনৈক আমজাদের অধীনে চাকরি শুরু করেন। তাঁর সঙ্গে ফটিকছড়ির নানুপুর এলাকার ডালকাটা গ্রামের সজীবের পরিচয় হয়। সজীব রাউজানের মনছুরের সঙ্গে জয়নালকে পরিচয় করিয়ে দেন। জয়নাল দেশে আসার পর সজীব ও মনুছর মালপত্রগুলো বিমানবন্দরে এক লোক ফোন দিলে তাঁকে দিয়ে দিতে বলেন। জয়নালকে আসা-যাওয়ার বিমানের টিকিটসহ কিছু টাকা দেন তারা। পরে মনছুরের দেওয়া দুটি ছোট লাগেজ নিয়ে দুবাই থেকে ২০১৯ সালের ১৮ অক্টোবর শাহ আমানত বিমানবন্দরে নামেন জয়নাল। আলাউদ্দিন বিমানবন্দরের বাইরে স্বর্ণবারগুলো নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এভাবে পরিচয়ের সূত্র ধরে স্বর্ণবার চোরাচালানে জড়িয়ে পড়েন জয়নাল।

চক্রের কার বাড়ি কোথায়: ১৫ কেজি স্বর্ণবার চোরাচালানের হোতা মনছুর রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগদাই এলাকার হাজি জহির মোল্লার বাড়ির মো. হাছানের ছেলে। অপর আসামি রাজিবুল ইসলাম রাজীব রাউজানের পশ্চিম রাউজানের চোরা বটতল এলাকার জুনু ড্রাইভারের ছেলে। আসামি মোক্তার হোসেন একই উপজেলার মগদাই এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৃত এজলাস মিয়ার ছেলে। আসামি আলাউদ্দিন রাউজানের জানালীহাট সুলতানপুর এলাকার নুরুল আলমের ছেলে। আসামি জয়নাল আবেদীন ফটিকছড়ির সন্ন্যাসীর হাট এলাকার ৭ নম্বর ওয়ার্ডের গোপালঘাটা এলাকার বাসিন্দা। আসামি মোহাম্মদ সজীব ফটিকছড়ির নানুপুর ইউনিয়ের ৮ নম্বর ওয়ার্ডের ডালকাটা সুজাত আলী মিস্ত্রিবাড়ির বাসিন্দা। তাঁদের মধ্যে রাজিবুল, মোক্তার ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মনছুর ও সজীব দুবাইয়ে আছেন।

যেভাবে উদ্ধার ১৫ কেজি স্বর্ণবার: ২০১৯ সালের ১৮ অক্টোবর চট্টগ্রাম শাহ আমানত আন্তজার্তিক বিমানবন্দরে শারজাহ থেকে নামে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট। সেই বিমানে আসা চোরাচালান চক্রের সদস্য জয়নাল বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁকে চ্যালেঞ্জ করা হয়। তারপর চার্জলাইটের ভেতর থেকে ১৫ কেজি ১৬৩ গ্রাম ওজনের ১৩০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার মূল্য সাড়ে ছয় কোটি টাকা। সঙ্গে ১২টি মোবাইল ফোনসেট ও আড়াই হাজার মেমোরি কার্ড পাওয়া যায়। এ ঘটনায় একমাত্র জয়নালকে আসামি করে পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। সিআইডি তদন্ত করে স্বর্ণ চোরাচালান মামলায় দেশ ও বিদেশের ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla