ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধন কৃত ফুটবল একাডেমির ক্রীড়া সংস্থার মান উন্নয়নে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির লক্ষ্যে ২৫ নং ওয়ার্ড রামপুর ফুটবল একাডেমির ৩৯ নং ওয়ার্ড দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
খেলা শুরুর প্রাক্কালে আমন্ত্রিত রামপুর ফুটবল একাডেমির কোচ মোঃ ফরিদ, কর্মকর্তা মোঃ জাহিদ ও জিসান কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ক্ষুদে ফুটবলার তাসমিদ ও সোহান।
শনিবার বিকেলে সিডিএ বালুর মাঠে প্রীতি ফুটবল ম্যাচ উভয় দলের পক্ষে গোল করেন রামপুরার সামির,শরীফ এবং হালিশহরের পক্ষে আরিফ ও দলনেতা আরাফাত গোল করে সমতা ফেরান স্বাগতিক দলকে।
এসময় উপ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন, উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন,মাঠ সমন্বয়কারী আমির খন্দকার এবং খেলার রেফারি মোঃ ওমর ফারুক, সহকারী রাহুল ও মুন্না।