
আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মোবাইল চুরির অভিযোগে এক হোটেল কর্মীর চুল কেটে শরীরে আলকাতরা মেখে জনসম্মুখে ঘোরানোর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার কালাবিবি দীঘির মোড় এলাকায় অবস্থিত “টানেল রেস্টুরেন্টে” এ অমানবিক ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী যুবকের নাম মো. হিরু আলম (৩০)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।
সন্ধ্যার দিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ ঘটনাটিকে মানবাধিকার লঙ্ঘন এবং মব জাস্টিস (মববিচার) হিসেবে নিন্দা জানান।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে “টানেল রেস্টুরেন্ট”-এর স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুদ বলেন,“প্রায় পাঁচ দিন আগে ওই কর্মচারী আমার রেস্টুরেন্টে অর্ধবেলা কাজ করে দুই সহকর্মীর দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি, সে চট্টগ্রাম শহরের দেওয়ানহাট এলাকায় আলিফ হোটেলে কাজ করছে। আজ বিকেলে আমরা তাকে সেখান থেকে ধরে নিয়ে আসি।”
তিনি আরও দাবি করেন, “রেস্টুরেন্টের অন্য স্টাফরা মজা করার ছলে তার চুল কেটে দেয়, তবে তাকে মারধর করা হয়নি।”
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন,এক কর্মচারীকে নির্যাতন ও জনসম্মুখে অপদস্থ করার ঘটনায় রেস্টুরেন্ট মালিককে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”