1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
বউ হওয়া কি মুখের কথা - পূর্ব বাংলা
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

বউ হওয়া কি মুখের কথা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৭০৫ বার পড়া হয়েছে

  রোটারিয়ান বাসু রাজ চৌধুরী (প্রিন্স)। ইতোমধ্যে বাংলা চলচ্চিত্রে প্রযোজক সমিতির সদস্য হয়েছেন। ” বউ হওয়া কি মুখের কথা ” ছবির গল্প মৌলিক গল্প, একটি সামাজিক সুস্থ ধারার ছবি আশা করি দশর্কদের ভালো লাগবে। জুলাই মাসে নির্মিত হতে যাচ্ছে, প্রিন্স ফিল্ম প্রোডাকশনের প্রথম নির্মিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ” বউ হওয়া কি মুখের কথা ” এ্যাকশন, বিরহ, রোমান্স, কমেডিতে ভরপুর, এই ছবির গল্প। এই ছবির গল্প আশা করি সকল দর্শকের মন জয় করবে। ছবিতে অভিনয় করবেন প্রধান কমেডি এবং হিরোর চরিত্রে ট্যালেন্ট হান্টের সেরা কমেডিয়ান ও সেলিব্রেটিয়ান ডাঃ প্রিন্স চৌধুরী। তার বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করবেন, কোলকাতার অভিনেত্রী অদ্বিতীয়া। এছাড়া বিশিষ্ট অভিনেতা, প্রযোজক ও পরিচালক কাজী হায়াত, আলীরাজ, ইউসুফ খান, রেবেকা, রিনা খান, চলচ্চিত্রের আরো অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী ” বউ হওয়া কি মুখের কথা ” ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কারণ কমেডি ছবির প্রতি দর্শকদের আগ্রহ বেশি, বিশ্বের সব ছবিতে কমেডি টাচ থাকলেও ইদানিং বাংলা চলচ্চিত্রে সেটি উঠে গেছে। বহু-বছর পর দর্শক আবার সিনেমা হলে গিয়ে প্রাণ ভরে হাসবে এবং মন ভরে দেখবে। আমরাও হাসাতে চাই। বহু বছর পর দর্শক আবার উল্লাসের সাথে হল মুখি হবে। প্রিন্স বলেন, এই ছবির গল্প দর্শক সারা জাগাবে এই ছবির প্রযোজক ও হিরো কমেডিয়ান প্রিন্স বলেন যেনো ছবিটি সুন্দরভাবে শেষ করে সিনেমাটি খুব তাড়াতাড়ি হলে মুক্তি দিতে পারি অব্যশই এই ছবি ব্যবসা সফল হবে বলে আশা রাখি। তিনি ২০১৬ সালে নায়ক অনন্ত জলিলের পরিচালনায় এটিএন বাংলায় পরিচালিত ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো-তে সারা বাংলাদেশ থেকে অংশগ্রহন করা তিন লক্ষ ৬১ হাজার প্রতিযোগিদের মধ্যে থেকে ছয় মাস অডিশনের মাধ্যমে চট্টগ্রাম এর কৃতি সন্তান একমাত্র ডাঃ প্রিন্স চৌধুরী’ই সেরা কমেডিয়ান এন্ড সেলিব্রিটিয়ান হিসেবে নির্বাচিত হয়েছেন। ইতোমধ্যে প্রিন্স ফিল্ম প্রোডাকশন নামে একটি প্রযোজনা সংস্থার যাত্রা শুরু করেছেন। (একটি চলচ্চিত্র ফিল্ম নির্মাতা প্রতিষ্ঠান) এই প্রোডাকশন হাউস থেকে প্রতিবছর ছবি নির্মান করার আশা রাখি। দিলদার, টেলিসামাদ, হুমায়ন ফরিদি, এদের পরবর্তীতে আমাদের বাংলাদেশে এখনো দক্ষ কোন কমেডিয়ান তৈরি হয়নি। সিনেমায় কমেডি চরিত্রে কাজ করার শিল্পীর প্রায় অভাব প্রয়াত দিলদারের মৃত্যুর পর এখনো পর্যন্ত সেই শূন্যতা পূরণ হয়নি, দক্ষ কোন কমেডিয়ান না থাকায়, কেন জানি হাসি রসটা কমে গিয়েছে। যদি কমেডিয়ান প্রিন্স চৌধুরী এই ছবির মধ্যে দিয়ে কমেডিটাকে ফুটিয়ে তুলতে পারে, চলচ্চিত্র থেকে দূরে সরে যাওয়া দর্শকগুলো আবার হলমুখী হবে বলে আশা রাখা যায়। ইতিমধ্যে নতুন কিছু দক্ষ পরিচালকের নতুন নতুন কমেডি ছবি নির্মান হয়েছে যা দর্শকে সারা পেয়েছে। কমেডিয়ান প্রিন্স চৌধুরীর এই ছবি মুক্তি পাওয়ার পর দর্শক আবার প্রাণ ভরে হাসবে মন ভরে হলে গিয়ে ছবি দেখবে। আবারো চাঙ্গা হয়ে উঠবে চলচ্চিত্র জগত। আমরা আশা রাখি চলচ্চিত্রের সুদিন ফিরে আসুক। রোটারিয়ান বাসু রাজ চৌধুরী প্রিন্স চট্টগ্রাম জেলার বাশঁখালি থানার অন্তরগত কোকদন্ডী গ্রামের চৌধুরী পরিবারের কৃতি সন্তান। আমরা ডাঃ রোটারিয়ান বাসু চৌধুরী (প্রিন্স) এর সফলতা কামনা করছি। বাংলা চলচ্চিত্রকে ঘিরে তার যে স্বপ্ন সেটি যেন পূরণ হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla