দৈনিক সাঙ্গুর যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম মাসুদ আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)।। ১০ ডিসেম্বর রাতে স্ট্রোক করে তিনি বান্দরবান সদর হাসপাতালে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু।
তার মৃত্যুতে সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। আজ জোহরের নামাজের পর তার জানাজার নামাজ কেন্দ্রিয় ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে গোরস্থান মসজিদের কবর স্থানে দাফন করা হবে। বদরুল ইসলাম মাসুদ দৈনিক সাঙ্গুর জন্মলগ্ন থেকেই পত্রিকাটির সাথে জড়িত ছিলেন। এর আগে তিনি দৈনিক সমকাল, সংবাদ, দৈনিক মৈত্রী ও সর্বশেষ তিনি আজকের পত্রিকার বান্দরবান প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।