1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
চট্টগ্রামে বিশ্ব মান দিবস পালন - পূর্ব বাংলা
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন

চট্টগ্রামে বিশ্ব মান দিবস পালন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

 

১৪ অক্টোবর ২০২৫ খ্রিঃ “বিশ্ব মান দিবস” উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ‘Shared vision for a better world-Standard for SDGS’ অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’।

বিএসটিআই আয়োজিত বিশ্ব মান দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের  উপ পরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী মোঃ গোলাম রাব্বানী।সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন প্রধান অতিথি ও চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোঃ শরীফ উদ্দিন বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্র কৌশল বিভাগের সম্মানিত অধ্যাপক ডঃ আবু সাদাত মোহাম্মদ সায়েম।

সভায় আলোচকগণ বলেন মান শুধু একটি বাণিজ্যিক ধারণা নয়, এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং উন্নত জীবনের ভিত্তি। বিশ্ব মান দিবস, ২০২৫ এ বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে SDG লক্ষ্যমাত্র ১৭, অর্থাৎ “লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব” ।

ওজন ও পরিমাপ নিয়ে সমস্যা শুধু বাংলাদেশের নয়, বরং এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে এ সমস্যা আরও প্রকট। দেশের বিভিন্ন অঞ্চলে মেট্রিক পদ্ধতি ব্যতীত ভিন্ন ভিন্ন এককে ওজন পরিমাপ করায় পণ্য ক্রয় বিক্রয়ে শুধু বিভ্রান্তিরই সৃষ্টি হয় না বরং প্রতারণারও সুযোগ তৈরি হয়। বাংলাদেশে একজন সৎ ব্যবসায়ীকেই বরং সমস্যায় পড়তে হয় কারণ অসৎ পথে যারা চলে তারা নিয়ম ভাঙার সুযোগ সুবিধা নিয়ে ফেলে। তাই আমাদের ব্যবসা, স্বাস্থ্য ও পরিবেশের জন্য সকল ক্ষেত্রে  Standardization আবশ্যক ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla