1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
সংবিধান না বদলালে পিআর পদ্ধতি সম্ভব নয়: এমএ মতিন - পূর্ব বাংলা
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

সংবিধান না বদলালে পিআর পদ্ধতি সম্ভব নয়: এমএ মতিন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

 

আনোয়ারা প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এমএ মতিন বলেছেন, “পিআর পদ্ধতি সংবিধানে নেই। আগামী নির্বাচিত জাতীয় সংসদ যদি মনে করে পিআর পদ্ধতি প্রয়োজন, তাহলে সংসদে বিল পাসের পর এই পদ্ধতিতে নির্বাচন সম্ভব। ২৪-এর আন্দোলনে আমাদের অনেক ভাইয়ের রক্ত দিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ হয়েছে। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগোতে হবে। কিন্তু সংস্কার ও পিআর পদ্ধতির নামে সময়ক্ষেপণ করা হচ্ছে। সংবিধান পরিবর্তনের এখতেয়ার এই অন্তর্বর্তী সরকারের নেই। সরকার সংস্কারের জন্য নিবন্ধিত দল বাদ দিয়ে সর্বদলীয় বৈঠক করছে—এভাবে সর্বদলীয় বৈঠক কিভাবে সম্ভব? এখন শোনা যাচ্ছে, সমঝোতার মাধ্যমে নির্বাচন হবে। নির্বাচন কিভাবে সমঝোতায় হয়, আমি বুঝতে পারছি না। নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে। আমরা এই নির্বাচনে অংশ নেব।”

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল চারটায় চট্টগ্রামের আনোয়ারায় ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার যৌথ ব্যবস্থাপনায় উপজেলার কালাবিবি দিঘির মোড়ে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আহমদ নুর আল কাদেীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা প্রেসিডিয়াম সদস্য আবু নাছের তালুকদার বলেন, “আমরা অপসংস্কৃতি, মাদক ও জুয়ার বিরুদ্ধে কথা বলেছি। শাহ মোহছেন আউলিয়ার এই আনোয়ারায় আমাদের ঐতিহ্য ধরে রাখব। আনোয়ারা সুন্নিয়তের উর্বর ভূমি। আগামীতে মোমবাতি মার্কায় ভোট দিন।”

সমাবেশের উদ্বোধক ছিলেন বিভাগীয় সাংগঠনিক সচিব আলহাজ্ব এস এম শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর মোহাম্মদ আবদুল অদুদ। বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা ফেরদৌস আলম খাঁন আল কাদেরী, দক্ষিণ জেলা যুবসেনার সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলাম এবং দক্ষিণ জেলা ছাত্রসেনার সভাপতি মোহাম্মদ ওসমান।

সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট উপজেলা পশ্চিম পরিষদের সভাপতি মাওলানা মনির আহমদ আনোয়ারী। সমাবেশ শেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আবদুল খালেক শওকী।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla