1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
আনোয়ারায় ফসলের মাঠে বন্য হাতির অবাধ বিচরণ! - পূর্ব বাংলা
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

আনোয়ারায় ফসলের মাঠে বন্য হাতির অবাধ বিচরণ!

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

 

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামে বিরল দৃশ্যের সৃষ্টি হয় বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে। সকাল ৮টার দিকে বিস্তীর্ণ ফসলের মাঠের আইল ধরে দুইটি বন্য হাতি ধীর পায়ে হাঁটতে দেখা যায়। একটি সামনে, আরেকটি পেছনে দু’জন যেন প্রকৃতির নীরব ভ্রমণ উপভোগ করছিল।

অদ্ভুত এই দৃশ্য দেখতে ভিড় জমায় স্থানীয়রা। কেউ ছবি তুলছিলেন, কেউবা ভিডিও করছিলেন। আবার অনেকেই ডাক দিচ্ছিলেন “মাউ আসছে, মাউ আসছে।”  তবে হাতিগুলো শান্ত স্বভাবের হওয়ায় ফসলের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী কৃষক আবদুস সালাম বলেন,“সকালে ধানক্ষেতে গিয়ে দেখি দুটি বড় হাতি আস্তে আস্তে আইল ধরে হাঁটছে। প্রথমে ভয়ে গেলেও পরে বুঝলাম ওরা শান্তভাবে ঘুরে বেড়াচ্ছে। তবে যে কোনো সময় ফসল নষ্ট করতে পারে ভেবে আতঙ্কে আছি।”

স্থানীয়রা জানান, গত আট-দশ বছর ধরে দেয়াঙ পাহাড়ে বন্য হাতির আনাগোনা নিয়মিত দেখা যায়। সাধারণত লোহাগড়ার চুনতি ও বাঁশখালীর জলদি অভয়ারণ্য থেকে তারা এই পথে আসে। হাতিদের জন্য এটি করিডোরে পরিণত হয়েছে। যদিও অতীতে হাতির আক্রমণে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং ফসল ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন,“বন্য হাতি আসার খবর আমরা পেয়েছি। পাহাড় কেটে বসতি স্থাপন ও বনভূমি ধ্বংসের কারণে হাতির চলাচল বেড়েছে।”

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla