
সেগুন গাছ কর্তনের মামলা নং ৮৩/২৩ আসামী মোঃ দিদার (৪৫)’র জামিন আবেদন না মঞ্জুর হওয়ায় জেল হাজতে গেলেন আজ। দিদার জোরারগঞ্জ কয়লা বাজার এলাকার মৃত নুরুল আমিন ড্রাইভারেরে ছেলে। এর আগে তিনি পলাতক ছিলেন । পলাতক থাকার পর আজ ১২ অক্টোম্বর চট্টগ্রাম বন আদালতে জামিনের জন্য আবেদন করলে আবেদন না মঞ্জুর হয়।
জানা গেছে, একই আদালতে বন মামলা নং ২৯/২৪ আসামী নিজাম সিকদারও জামিনের জন্য আবেদন করলে জামিনের আবেদন না মঞ্জুর হওয়ায় তাকেও জেল হাজতে প্রেরণ করা হয়।
আজ ১২ অক্টোম্বর রবিবার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: নুরুল হারুন’র বন আদালতে এই আদেশ হয়।