
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুহাম্মদ আমজাদ হোসাইন বলেছেন, “রাজনীতি হবে জনগণের খেদমতের জন্য, ক্ষমতার জন্য নয়; এটি একটি আমানত। ক্ষমতার ভাগীদার হতে আমি আসিনি, এসেছি আপনাদের নিত্যদিনের সাথী হতে।”
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সন্দ্বীপের এনাম নাহার মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন। পথসভায় বক্তৃতাকালে তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি না—লোভনীয় কথায় আপনাদের ফাঁকি দিতে আসিনি। আমি শুধু প্রতিশ্রুতি নয়, আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি। সত্যের পক্ষে কথা বলব, মানুষের জন্য কাজ করব। এটাই আমার রাজনীতি।” অধ্যাপক আমজাদ হোসাইন সন্দ্বীপের নিত্যদিনের সমস্যাগুলো তুলে ধরে বলেন, “দশকের পর দশক ধরে সন্দ্বীপবাসী নদীভাঙন, অনিরাপদ নৌযাতায়াত, শিক্ষার ঘাটতি, কর্মসংস্থানের অভাব এবং দুর্বল স্বাস্থ্যসেবার মধ্যে জীবন কাটাচ্ছে। এসব সমস্যা কেবল বক্তৃতায় সীমাবদ্ধ থাকে, সমাধানের উদ্যোগ দেখা যায় না। আমি চাই ইনশাআল্লাহ, এই সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে।” তিনি যোগ করেন, “আজকের রাজনীতিতে নৈতিকতার অভাব প্রবল। দুর্নীতি, স্বজনপ্রীতি, দলবাজি ও লুটপাট মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। আমরা চাই সুস্থ রাজনীতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সেবামূলক নেতৃত্ব।”
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুরে কর্মীদের আপ্যায়নের পর হাতপাখা প্রতীক, গেঞ্জি ও পতাকা বিতরণ করা হয়। বেলা ৩টার দিকে শোভাযাত্রা শুরু হয় গুপ্তছড়া ঘাট থেকে। শত শত মোটরসাইকেলের দীর্ঘ সারি উপজেলার প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। শেষ পর্যন্ত এনাম নাহার মোড়ে এসে পথসভায় মিলিত হয়। শোডাউন শেষে সন্ধ্যায় কর্মসূচির সমাপ্তি ঘটে কালাপানিয়ার নিজ বাড়িতে। পথসভায় উপস্থিত সাংবাদিক, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাডমিন ও সাধারণ মানুষের উদ্দেশ্যে অধ্যাপক আমজাদ হোসাইন বলেন, “জনগণের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরুন, সত্য প্রকাশ করুন। রাজনীতির ধারা পরিবর্তনে সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি একা পারব না, আপনাদের সহযোগিতা চাই।”
অধ্যাপক আমজাদ হোসাইন শেষ মুহূর্তে বলেন, “আল্লাহ যেন আমাদের সবাইকে সত্য পথে চলার তাওফিক দেন। সন্দ্বীপ যেন উন্নয়নের নতুন অধ্যায় শুরু করতে পারে, এ দোয়া করি।”
পথসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা মীর ইসমাইল। বক্তব্য দেন মুফতি শেখ জাহিদুল ইসলাম, মাওলানা মুহিব খান, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা সানাউল্লাহ ও ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসিন আরাফাত ভূঁইয়া।
শোভাযাত্রা ও পথসভায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।