1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৪৬ গ ) প্রধান উপদেষ্ঠা ড. ইউনুস সমীপে - পূর্ব বাংলা
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৪৬ গ ) প্রধান উপদেষ্ঠা ড. ইউনুস সমীপে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

মাননীয়,

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্ঠা নোবেল জয়ী ড. ইউনুস সমীপে,

শ্রদ্ধেয় ইউনুস ভাইজানরে ,

গরম গরম কথার শুরুতে আমার লাখ কোটি সালাম জানিবেন। আশা করি, আল্লাহ মালিকের অপার মহিমায় ভালো থাকিয়া নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নানান ফর্মূলা তৈরী ও বাস্তবায়ন করিয়া ভালোই আছেন। আমিও গ্রাম বাংলার এক মফস্বল শহরে থাকিয়া দেশের ভবিষ্যতের কথা ভাবিয়া ভাবিয়াই নানান রকম চিন্তা করিয়া ছাগলের তিন নাম্বার বাচ্ছার মতো খাইয়া না খাইয়া বাঁচিয়া আছি।

 গেলবারও আপনার সমীপে গরম কথা লিখিবার সময় এইবারও আপনার সমীপে লিখিব বলিয়াছিলাম বলিয়াই আপনাকে লিখিতেছি বলিয়া রাগ করিবেন না বরং শত ব্যস্ততার মধ্যেও গরম কথাটুকু পড়িয়া দেখিবেন ও যাহা প্রয়োজন তাহা করিবেন আর ভুল হইলে নিজ গুনে মাফও করিয়া দিবেন।

ভাইজানরে,

পর পর দুইবার আপনাকে নিয়া লিখিয়াছি। তবু অনেক কথা বাকী থাকিয়া যাইতেছে। জুলাই সনদ লইয়া মেলা বিতর্ক শুনিতেছি। জামাত ও এনসিপি আইনগত ভিত্তি চাহিতেছে। যে যাই বলুক, যেহেতু ভোটে আপনি কখনো প্রার্থী হইবেন না ও আগামী সরকারেও অংশীদার হইবেন না তাহলে দেশের জন্য যাহা হইবে তাহাই করিবেন।

ভাইজানরে,

যে সব মোল্লারা আপনাকে আগে সুদখোর বলিত তাহাদের অনেকেই এখন সুর পাল্টাইয়া ফেলিয়াছেন। এমনকি কয়েকজন মোল্লারা আপনাকে ইউনুস (আঃ) এর সাথে তুলনা করিয়া আপনার সপক্ষে নানান কথা বলিতেছে। সাধারণ জনগণ ভোট ও গণতন্ত্র বুঝেন না , তাহারা বুঝে চাল, লবন, তেল , পেয়াজ , আলু, মাছ, মাংস ও সবজি  সস্তা পাইলেই হইলো। হালে,  চাল ও সবজির দাম হু – হু করিয়া বাড়িতেছে। আপনার অন্ধ ভক্তরা বলিতেছে, যদি ইন্ডিয়াতে গরুর গোস্ত ৩শত টাকা হয় তাহা হইলে আমাদের দেশে এত দাম বেশী কেন ? বালাদেশে যদি গরুর গোস্ত ৪০০-৫০০ টাকার মধ্যে নিয়ে আসা যায় তাহা হইলে আপনার জনপ্রিয়তা আকাশচুম্বী হইবে। বিষয়টি ভাবিয়া দেখিবেন।

ভাইজানরে,

আপনি বলিলেন নির্বাচন বানচালের জন্য একটি গ্রুপ ষড়যন্ত্র করিতেছে। বিষয়টি আমার মতো ছোট মাথায় বুঝিতে পারিতেছি না। কাহারা ষড়যন্ত্র করিতেছে তাহা স্পষ্ট করিয়া বলা উচিত। কারণ আপনার কথায় ধুম্রজাল তৈয়ারী হউক দুনিয়াবাসী এটা পছন্দ করিবেন না।  বিএনপির সিনিয়র নেতা সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ইতিমধ্যে বিভিন্ন সভা সমাবেশে বলিতেছেন বিএনপি নির্বাচনী ট্রেনে উঠিয়াছে। নেতা কর্মীদেরকে  ভোটারদের ঘরে ঘরে যাইবার জন্য অনুরোধ ও পরামর্শ দিতেছেন। তিনি এমনও বলিতেছে যাহারা ভোটে ভয় পাই তাহাদের রাজনীতি করিবার অধিকার নাই। খাঁটি রাজনৈতিক নেতার বক্তব্য এই কথা বলিয়া আমির খসরু মাহমুদ চৌধুরীর অনেকেই প্রশংসা করিতেছে।

ভাইজানরে,

এনসিপির লোকেরাতো আপনার খুবই ভক্ত বলিয়া শুনিতেছি। কিন্তু তাহাদের বিরুদ্ধে ঘাটে ঘাটে চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ উঠিতেছে। তাহাদের এইসব কর্মকাণ্ড বন্ধে থামাইয়া দেওয়া দরকার।দেশ জুড়িয়া গ্রহণযোগ্য, সুশিক্ষিত, সৎ মেধাবী  ও রাজনীতি সচেতন মানুষদের তাহাদের দলে ঠাঁই করিয়া দিতে বলুন। মেধা না কোটা এই দাবী এখন নাই। এনসিপিতে সাধারণ জনগণকে ঢুকাইবার এখনই মোক্ষম সময়। ভোটের হাওয়া শুরু হইলে দেশের সার্বিক অবস্থার প্রেক্ষাপট পরিবর্তন হইবে। কথাটা হালকা মনে করিবেন না ।

ভাইজানরে,

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নির্মম হত্যাকাণ্ড গোটা জাতি শোকাহত।দেশজুড়ে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। দৃষ্ঠান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। চিরদিনের জন্য যাহাতে হত্যাকাণ্ড বন্ধ হইয়া যায় সেই ব্যবস্থা করুন।

আজ আর না।আপনার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনায় ইতি আপনারই গ্রাম বাংলার অখ্যাত ঠান্ডা মিয়া ।গ্রন্থনা ম. আ. হ

তারিখ ১০ আগষ্ট ২০২৫

 

আগামী সংখ্যায় আবারও ড. ইউনুস সমীপে ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৪৬ গ ) সম্প্রচার করা হইবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla