1. admin@purbobangla.net : purbobangla :
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বন্দর দিবস উদযাপন তৎক্ষালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন, ‘ঘূর্ণিঝড়ে যত মানুষ মরার কথা ছিলো, তত মানুষ মরে নাই স্মরণ সভায় ওয়াসিকা আবারও আসছে তিনদিনের ‘হিট অ্যালার্ট’ চট্টগ্রামে কাল থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক তাপদাহে পুড়ছে দেশ, ভাঙল ৭৬ বছরের রেকর্ড রাজধানীর সৌদি দূতাবাসে আগুন উত্তর চট্টগ্রামে এই প্রথম ফ্যাকো অপারেশন শুরু করছে চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল সীতাকুণ্ডে বৃষ্টির জন্য ইস্তাহার নামাজ আদায় শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত সীতাকুণ্ড উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বী মধ্যে ভোটের যুদ্ধ

ব্যারিস্টার মহিবুল হাসান নওফেলকে শিক্ষামন্ত্রী করায় আনন্দ মিছিল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

চট্টলবীর প্র‍য়াত এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী পুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শিক্ষামন্ত্রী করায় পুরো চট্টগ্রাম জুড়ে চলছে আনন্দ-উচ্ছ্বাস। ১১ জানুয়ারী বৃহস্পতিবার মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ শেষ হলে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা হাসমাত খান আতিফের নেতৃত্বে তাৎক্ষণিক আনন্দ মিছিল করে বিভিন্ন কলেজ,থানা,ওয়ার্ড হতে আগত ছাত্রলীগের নেতাকর্মীরা। ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম ৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ছাত্রলীগ নেতা হাসমাত খান আতিফ তাঁর বক্তব্যে বলেন- ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মহোদয় চট্টগ্রামের গণমানুষের নেতা আমাদের প্র‍য়াত নেতা মহিউদ্দিন চৌধুরীর রেখে যাওয়া আমানত।সেই সাথে তিনি বীর প্রসবিনী চট্টগ্রামের গণমানুষের বিপুল ভোটে নির্বাচিত মাননীয় সাংসদ। শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী থাকাকালীন উনার দক্ষ নেতৃত্বে মুগ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী উনাকে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব প্রদান করেছেন। যার ফলে নেতাকর্মীরা শুধু খুশিই নন, আনন্দ-উল্লাসে উদ্ভাসিত। ইতিমধ্যে সারা বাংলার ছাত্রসমাজের কাছে মেধাবৃত্তিক রাজনীতির প্রজন্মের সাহস হিসাবে হৃদয়ের মণিকোটায় জায়গা নিয়েছেন।

আনন্দ মিছিলটি নগরীর চকবাজার মোড় হতে শুরু হয়ে কলেজ রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেব পাহাড়ে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মাঈন উদ্দিন সোহেল, কোতোয়ালি থানা ছাত্রলীগের গণ-যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ইয়াসির আরফাত রিকু, কোতোয়ালি থানা ছাত্রলীগের সাহিত্য ও সাংস্কৃতিক উপ-সম্পাদক আরেফীন রিয়াদ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক মুহাম্মদ আরিফ উদ্দীন, ছাত্রনেতা সাদিক দৌলতগীর, অনির্বাণ পালিত, বায়েজিদ থানা ছাত্রলীগ নেতা জালাল জুবায়ের, এরফান খান, আহমেদ আহাদ আনাম, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মোহাম্মদ রাহাত, ছাত্রনেতা তারিবুন চৌধুরী, বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা আশরাফুল নূর মুকতার, পাহাড়তলী থানা ছাত্রলীগ নেতা মোহাম্মদ সাব্বির,মোহাম্মদ আবির, কোতোয়ালী থানা ছাত্রলীগ নেতা মোঃ রাকিব, পতেঙ্গা থানা ছাত্রলীগ নেতা মোঃ আতিকুর রহমান, হালিশহর থানা ছাত্রলীগ নেতা মোহাম্মদ সাফওয়ান, নুরুল হাসান শিহাব,আলামীন চকবাজার থানা ছাত্রলীগ নেতা ইনান খান, খুলশী থানা ছাত্রলীগ নেতা আবির মোঃ সামি, ডবলমুড়িং থানা ছাত্রলীগ নেতা ইফাজ আহমেদ, মোহাম্মদ নোমান, চান্দঁগাও থানা ছাত্রলীগ জাওয়াদ রেজাসহ প্রমুখ।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla