1. admin@purbobangla.net : purbobangla :
রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ডে কুমিরা ঘাট দিয়ে পালাচ্ছে রোহিঙ্গারা, খবর পেয়েও আটক করেনি নৌ পুলিশ ৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো বায়েজিদে টোকেন বাণিজ্য নিষিদ্ধ অটোরিক্সা অবাধেই চলছে ট্রাফিক পুলিশ চাঁদা পেয়েই নিরব ১১ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য ডবলমুরিং- এ ভুয়া নারী পুলিশ কনস্টেবল আটক বিএসসি মর্যাদা পাওয়া নিয়ে আইইবি’ বিরুপ প্রতিক্রিয়া অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য – আইডিইবি সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন দিয়ে কে আর অক্সিজেন পুরাতন কুমারী খাল ভরাট করছে একজন মন্ত্রী সমর্থিত আরেকজন এমপি সমর্থিত আর আমি হচ্ছি সাধারণ জনগণ সমর্থিত- তৌহিদ  মিরপুর-পল্লবীর মটস: মানবিক ভ্রাতৃত্ব গঠনে কৃষি ও কারিগরি প্রশিক্ষণে এগিয়ে জাফর হায়াতের মৃত্যবার্ষিকী আজ

সিকিউরিটি সার্টিফিকেশনে সর্বোচ্চ পর্যায়ের স্বীকৃতি পেল হুয়াওয়ে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৭৬ বার পড়া হয়েছে

 ইন্ডাস্ট্রির প্রথম ইভালুয়েশন অ্যাসুরেন্স লেভেল  অগমেন্টেড (ইএএল৬+) সনদ অর্জন করেছে হুয়াওয়ে হংমেং কার্নেল। ইনফরমেশন টেকনোলজি সিকিউরিটি ইভালুয়েশন (সিসিসাধারণ শ্রেণিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। কোন স্মার্ট ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানকে প্রথমবারের মতো এই স্বীকৃতি দেয়া হলো।

ওএস কার্নেল যেকোন অপারেটিং সিষ্টেমের সিকিউরিটি ও নিরাপত্তার মূলভিত্তি হিসেবে কাজ করে। সিসি, যা আইএসও/আইইসি ১৫৪০৮ স্ট্যান্ডার্ড নামেও পরিচিত, এই তথ্য সুরক্ষা বিষয়ক সার্টিফেশন যা বৈশ্বিকভাবে আইটি শিল্পে অন্যতম সম্মানজনক স্বীকৃতি। পণ্যের সুরক্ষা মূল্যায়নের ক্ষেত্রে সিসি বৈশ্বিকভাবে বহুল ব্যবহৃত মানদণ্ড।

এসজিএস ব্রাইটসাইট (স্বনামধন্য সুরক্ষা মূল্যায়ন সম্পর্কিত ল্যাব) হুয়াওয়ের হংমেং কার্নেলের জন্য সুরক্ষা মূল্যায়ন টেস্ট পরিচালনা করে। সিসি ইএএল৬+ স্বীকৃতি সাইবার নিরাপত্তার ক্ষেত্রে এই শিল্পখাতে হুয়াওয়ের সক্ষমতার প্রমাণ। এখন পর্যন্ত হুয়াওয়ে সিসি, এফআইপিএস, আইএসও ১৯৭৯০, পিসিআই ডিএসএস এবং সিএসএ স্টার সহ এই শিল্পখাত সংশিষ্ট সাইবার সিকিউরিটি ক্ষেত্রে ৫শ’র বেশি স্বীকৃতি অর্জন করেছে।

সকল ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে সাইবার সুরক্ষা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেয় হুয়াওয়ে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে হুয়াওয়ের ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং এক্ষেত্রে হুয়াওয়ের প্রচেষ্টা ও উদ্যোগসমূহ বিশ্বজুড়ে ১৭০টিরও বেশি দেশে স্বীকৃতি অর্জন করেছে।

এ বিষয়ে হুয়াওয়ের কনজ্যুমার বিজি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রেসিডেন্ট গং টি বলেন, “হংমেং কার্নেলের সুরক্ষা সক্ষমতা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেশন সংস্থাগুলির দ্বারা স্বীকৃত। হংমেং কার্নেল, অপারেটিং সিষ্টেমের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, এ স্বীকৃতিই তার প্রমাণ, যা ডিভাইস ও আইসিটি সুরক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

সাইবার নিরাপত্তা এবং সুরক্ষার সর্বোত্তম অনুশীলনগুলো সবার সাথে শেয়ার করতে হুয়াওয়ে সক্রিয়ভাবে আইসিটি শিল্পখাতে কাজ করে যাচ্ছে। সাপ্লাই চেইন স্টেকহোল্ডারদের সাথে কাজ করার পাশাপাশি হুয়াওয়ে শিল্পখাতের সাইবার নিরাপত্তা ও সুরক্ষা সংশ্লিষ্ট সক্ষমতা শক্তিশালী করতে ক্রমাগত উদ্ভাবন করে চলেছে।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla