1. admin@purbobangla.net : purbobangla :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ডে বৃষ্টির জন্য ইস্তাহার নামাজ আদায় শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত সীতাকুণ্ড উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বী মধ্যে ভোটের যুদ্ধ সন্দ্বীপে পরকীয়ার অভিযোগ তুলে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা অভিযুক্ত স্বামী গ্রেফতার  চট্টগ্রামে র‌্যাবের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৪ চট্টগ্রামের বিভিন্ন মহাসড়কে অবৈধ গাড়ির অরাজকতা বন্ধ করতে আবারো বিআরটিএ’র অভিযান আমি আজ কথা দিচ্ছি  আপনাদের একা রেখে পালিয়ে যাব না, সুখে দুঃখে আপনাদের পাশে থাকব, আমি আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতে চাই- ওয়াসিকা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়কে বিআরটিএ’র সাঁড়াশি অভিযান, জরিমানা অর্ধলাখ মে মাসেও থাকবে তীব্র গরম, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৪ ডিগ্রি সব স্কুল-কলেজ ৭ দিন বন্ধ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১০ মে, ২০২৩
  • ৫১ বার পড়া হয়েছে

পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি যে, আনোয়ারা ডায়াবেটিক সমিতি-২০০৯ সালে ১৬ই ডিসেম্বর যাত্রা শুরু হয় । আমাদের একটাই লক্ষ্য ছিল আনোয়ারাসহ পাশ্ববর্র্তী এলাকায় ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আনোয়ারা ডায়াবেটিক সমিতির পরিচালনায় আনোয়ারা ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করা।

আলহামদুলিল্লাহ, সমিতির সকল প্রতিষ্ঠাতাদের শ্রম, মেধা, অর্থ এবং দাতা সদস্যসহ সকলের সার্বিক সহযোগীতায় আনোয়ারা ডায়াবেটিক সমিতির পরিচালনায় আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসা সেবা  (২০১২ সালে)  শুরু হয়।

উল্লেখ্য যে,  সাংবাদিক এম. আলী হোসেনকে ২০০৭ সনে যোগ্য ও সেবা কাজের জন্য উত্তম বিবেচনা করে  এম. মুনীর চৌধুরী আনোয়ারা ডায়াবেটিক সমিতি গঠনের মাধ্যমে হাসপাতাল করার প্রস্তাব করা হয়।সেই প্রস্তাবে এম. আলী হোসেন সাহেব রাজি হয়ে  ও মুনীর চৌধুরীকে সাথে নিয়ে দীর্ঘ দুই বছর বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে সৃজনশীল লোকদের নিয়ে ২০০৯ সনের ১৬ ডিসেম্বর আনোয়ারা ডায়াবেটিক সমিতির যাত্রা শুরু হয়।
২০১৮ সালের দিকে আনোয়ারা  ডায়াবেটিক সমিতির কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে কতিপয় চোখলখোরের ইন্ধনে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়। এক পর্যায়ে সমিতির প্রধান উপদেষ্টা মাননীয় ভূমি মন্ত্রীর হস্তক্ষেপে মন্ত্রী মহোদয়ের বাসায় আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি নিরাসনসহ সমিতির সুস্থ কার্যক্রম পরিচালনার জন্য সমিতির দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী ও আহমেদুর রশীদ চৌধুরী (হিরু মিয়া) কে দায়িত্ব দেওয়া হয়। আমাদেরকে ঐক্যবদ্ধ করার তেমন কোন পদক্ষেপ গ্রহণ করেননি দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি লিয়াকত আলী চৌধুরী।বরঞ্চ  নিজের ছবি (বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী) হাসপাতালে টাঙ্গিয়ে দেন ।আমাদের মধ্যে দ্ধন্ধ ও ভয়াবহ কোন্দল সৃষ্টির জন এম. আলী হোসেনের অনুমতি ছাড়াই ও তাকে না জানিয়ে ছবি টাঙ্গান ও পরক্ষণে মনপুত লোক দিয়ে ভেঙ্গে দেন ।ফলে আমরা সমিতির বৃহত্তর স্বার্থে নিজেদের মাঝে ভুল বুঝাবুঝি অবসান করতে আমরা একমত হয়েছি।
 প্রতিষ্ঠাতাদের নামের তালিকা
১। এম.আলী হোসেন- প্রতিষ্ঠাতা সভাপতি
২। এম. মুনীর চৌধুরী- প্রতিষ্ঠাতা সম্পাদক
৩। মোঃ কাশেম খান- সম্মানিত প্রতিষ্ঠাতা
৪। মোঃ আবু মুছা- সম্মানিত প্রতিষ্ঠাতা
৫। মোঃ হাসান মুরাদ চৌধুরী- সম্মানিত প্রতিষ্ঠাতা

৬.  মোঃ আবদুল মান্নান- সম্মানিত প্রতিষ্ঠাতা
৭। মোঃ আবদুল জব্বার- সম্মানিত প্রতিষ্ঠাতা

৮। মোঃ নুরুল আলম- সম্মানিত প্রতিষ্ঠাতা
৯। মোঃ জাহেদুল হক- সম্মানিত প্রতিষ্ঠাতা
১০। মোঃ মহিউদ্দীন মিন্টু – সম্মানিত প্রতিষ্ঠাতা

১১ । নাজিম উদ্দিন নাছির সম্মানিত প্রতিষ্ঠাতা

* প্রতিষ্ঠাতা গণ আজীবন সমিতির প্রতিষ্ঠাতা ভুষিত হবেন। হাসপাতালের সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করবেন। আমরা দৃঢ় চিত্তে ঘোষণা করছি যে, সমিতির স্বার্থে, আমাদের মাঝে ভুল বুঝাবুঝি নিরসন পূর্বক হাসপাতালের উন্নয়নেও একমত হয়ে সমিতির প্রধান উপদেষ্টা মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এম.পি মহোদয়ের উপদেশ ও দিক নির্দেশনা মোতাবেক আমরা সমিতির সংবিধানের আলোকে সমিতির কার্যক্রম পরিচালনায় একমত পোষণ করছি।হাসপাতালটি যেহেতূ চাতরী চৌমুহনীতে আমরা উপযুক্ত স্হান বিবেচনা করে স্হাপন করেছি সেহেতু হাসপাতালটি চাতরী থেকে স্হানান্তর করব না এই মর্মে আমরা ঐক্যমত পোষণ করছি।।

মহান দয়ালু আল্লাহ আমাদের সহায় হোক।
ধন্যবাদান্তে-

এম আলী হোসেন- প্রতিষ্ঠাতা সভাপতি
এম মুনীর চৌধুরী- প্রতিষ্ঠাতা সম্পাদক
মোঃ আবু মুছা- সম্মানিত প্রতিষ্ঠাতা
মোঃ হাসান মুরাদ চৌধুরী- সম্মানিত প্রতিষ্ঠাতা

মোঃ আবদুল জব্বার- সম্মানিত প্রতিষ্ঠাতা
মোঃ নুরুল আলম- সম্মানিত প্রতিষ্ঠাতা

মোঃ আবদুল মান্নান- সম্মানিত প্রতিষ্ঠাতা

বেগম  মোঃ কাশেম খান- সম্মানিত প্রতিষ্ঠাতা
মোঃ জাহেদুল হক- সম্মানিত প্রতিষ্ঠাতা
মোঃ মহিউদ্দীন মিন্টু – সম্মানিত প্রতিষ্ঠাতা

নাজিম উদ্দিন নাছির – সম্মানিত প্রতিষ্ঠাতা

অনুলিপি প্রেরিত হইল
১। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মাননীয় ভুমিমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,  প্রধান উপদেষ্টা
৩।   আহমেদুর রশীদ চৌধুরী (হিরু মিয়া)
৪.    সকল প্রতিষ্ঠাতা সদস্য
৫।   অফিস কপি

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla