1. admin@purbobangla.net : purbobangla :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
তাপদাহে পুড়ছে দেশ, ভাঙল ৭৬ বছরের রেকর্ড রাজধানীর সৌদি দূতাবাসে আগুন উত্তর চট্টগ্রামে এই প্রথম ফ্যাকো অপারেশন শুরু করছে চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল সীতাকুণ্ডে বৃষ্টির জন্য ইস্তাহার নামাজ আদায় শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত সীতাকুণ্ড উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বী মধ্যে ভোটের যুদ্ধ সন্দ্বীপে পরকীয়ার অভিযোগ তুলে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা অভিযুক্ত স্বামী গ্রেফতার  চট্টগ্রামে র‌্যাবের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৪ চট্টগ্রামের বিভিন্ন মহাসড়কে অবৈধ গাড়ির অরাজকতা বন্ধ করতে আবারো বিআরটিএ’র অভিযান আমি আজ কথা দিচ্ছি  আপনাদের একা রেখে পালিয়ে যাব না, সুখে দুঃখে আপনাদের পাশে থাকব, আমি আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতে চাই- ওয়াসিকা

সমাজসেবায় সম্মাননা পেল হাফেজ মোহাম্মদ আমানউল্লাহ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে

 

মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি নিকট থেকে সমাজসেবায় অবদানের জন্য  ২ জানুয়ারী সোমবার জাতীয় সমাজসেবা সম্মাননা গ্রহণ করেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমানউল্লাহ ।জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আয়োজিত সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের পরিচালক কাজী নাজিমুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপ পরিচালক মোঃ ফরিদুল আলম। উল্লেখ্য, হাফেজ মোহাম্মদ আমানউল্লাহ তনজিমুল মোছলেমিন এতিমখানার তত্তাবধায়ক, চট্টগ্রাম মুসলিম এডুকেশন সোসাইটি, চমেক রোগীকল্যাণ সমিতি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতি, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগী কল্যাণ সমিতি, চট্টগ্রাম সমাজকল্যাণ পরিষদ, চট্টগ্রাম-কক্সবাজার সমিতি, চকরিয়া সমিতি, শহর সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদ ১ চট্টগ্রাম,শহর সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদ ২, চট্টগ্রাম, শহর সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদ ৩. চট্টগ্রাম, কক্সবাজার হাসপাতাল রোগীকল্যাণ সমিতি, অপরাধী ও সংশোধন ও পুর্নবাসন সংস্হা, চট্টগ্রাম,মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান,চট্টগ্রাম, চকরিয়ার পূর্ববড়ভেওলা জয়নাল আবেদীন মহিচ্ছুন্নাহ মাদরাসার প্রতিষ্ঠাতা, চকরিয়া সিকদারপাড়া ছলিমুল উলুম এতিমখানা ও হেফজখানার প্রতিষ্ঠাতা, হযরত খদিজাতুল কোবরা রাঃ বালিকা এতিমখানার প্রতিষ্ঠাতা, আল-আকসা প্রাইভেট লিমিটেড চকরিয়ার পরিচালক, চকরিয়া সিকদারপাড়া আমজাদিয়া জামে মসজিদের সভাপতি, চকরিয়া উপজেলা বেসরকারী এতিমখানা সমিতির সভাপতি ও এডুকেয়ার ফাউন্ডেশন চকরিয়ার স্থায়ী সদস্যসহ প্রায় শতাধিক সমাজসেবা ও জনকল্যাণমুলক সংস্হার সাথে জড়িত থেকে শিক্ষা ও সমাজ উন্নয়নে অবদান রেখে চলেছে। সমাজসেবায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ হাফেজ মোহাম্মদ আমানউল্লাহ জাতীয় ও জেলা পর্যায়ে একাধিক সম্মাননা লাভ করেছেন। হাফেজ মোহাম্মদ আমানউল্লাহ দীর্ঘ ৪৫ বছর চট্টগ্রামের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla