1. admin@purbobangla.net : purbobangla :
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ডে বৃষ্টির জন্য ইস্তাহার নামাজ আদায় শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত সীতাকুণ্ড উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বী মধ্যে ভোটের যুদ্ধ সন্দ্বীপে পরকীয়ার অভিযোগ তুলে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা অভিযুক্ত স্বামী গ্রেফতার  চট্টগ্রামে র‌্যাবের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৪ চট্টগ্রামের বিভিন্ন মহাসড়কে অবৈধ গাড়ির অরাজকতা বন্ধ করতে আবারো বিআরটিএ’র অভিযান আমি আজ কথা দিচ্ছি  আপনাদের একা রেখে পালিয়ে যাব না, সুখে দুঃখে আপনাদের পাশে থাকব, আমি আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতে চাই- ওয়াসিকা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়কে বিআরটিএ’র সাঁড়াশি অভিযান, জরিমানা অর্ধলাখ মে মাসেও থাকবে তীব্র গরম, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৪ ডিগ্রি সব স্কুল-কলেজ ৭ দিন বন্ধ

সামান্য পুঁজির ব্যবসায় মাসে লক্ষ টাকা আয়

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৩১ বার পড়া হয়েছে

রায়হান হোসাইন

নামিদামী কোন প্রতিষ্ঠানে চাকরি করেন না, প্রতিষ্ঠিত কোন ব্যবসায়ীও নন, সড়কের পাশে বসে লাইট রিপিয়ার করে প্রতি মাসে আয় করেন দেড় লাখ টাকার বেশি। পুঁজি বলতে ছোট্ট একটি টং দোকান আর সেখানে বসে নষ্ট এনার্জি লাইট ঠিক করে বিক্রি করা; বলছিলাম ৩৮ বছর বয়সী হারুণের কথা। যেন তার কাজে মুগ্ধ সবাই তার এই হাতের জাদুতে নগরীর দূর দুরান্ত থেকে বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের নষ্ট হওয়া লাইট ঠিক করতে এবং পুরাতন মেরামত করা লাইট কিনতে আসেন হারুণের কাছে। বিশ বছর যাবৎ হারুণ ইলেক্টিক্যাল কাজের সাথে জড়িত। এনার্জি লাইট বাজারে আসার পর থেকে হারুণ অর রশীদের এই ব্যবসা। অবিশ্বাস্য হলেও সত্য, তার পুঁজি একটি রাংতা ঝালাই মেশিন, প্লাস ও চুরি কাটানোর যন্ত্র আর এই ব্যবসা করে সফল হারুন। বর্তমানে এই ব্যবসা থেকে মাসে আয় দেড় লাখ টাকারও বেশি। দম নেওয়ার ফুসরত নেই বললে চলে। একটি পুরাতন নষ্ট লাইট রিপিয়ারিং করতে সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট। ২০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা এমনটি হাজার টাকা দিয়েও লাইট মেরামত করেন হারুণ এভাবেই গড়ে প্রতিদিন আড়াইশ থেকে তিনশ লাইট মেরামত করে ৪ থেকে ৫ হাজার টাকা আয় করেন তিনি।

হারুণের ভাষ্যমতে উপার্জন প্রতিদিন এক রকম হয় না কোনদিন ৩ হাজার তো আবার কোনদিন ৬ হাজারের বেশীও ইনকাম হয়। মানুষের কাছে আমার কাজ ভালো লাগে তাই মানুষ দূর দূরান্ত থেকে লাইট ঠিক করতে আসে। আমিও কম দামে লাইট ঠিক করে দিই জানিয়ে হারুণ জানান  জীবন সংগ্রামের প্রথমটা তেমন ভালো ছিলোনা । পুজি বাট্টা দিয়ে ডেকোরেশনের ব্যবসা শুরু করলেও তেমন সুবিধা করতে পারেননি সেই ব্যবসায়। নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাটের মোড়ে মসজিদ মার্কেটের সামনে ফুটপাতে ভাসমান হারুনের এই দোকান, থাকেন ডবলমুরিং থানার রংগী পাড়াতে।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla