1. admin@purbobangla.net : purbobangla :
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

প্রাশিপ’র উদ্যোগে শিক্ষা সামগ্রী ও বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা প্রযুক্তির অপব্যবহারের কারণে নতুন প্রজন্ম বই বিমুখ হচ্ছে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে

বরকল ছালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদ (প্রাশিপ)’র ব্যবস্থাপনায়  ১৬ আগস্ট, সকাল ১১ টায় বরকল ছালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও বই বিতরণ মাদ্রাসা হলে অনুষ্ঠিত হয়। প্রাশিপ সভাপতি সংগঠক মুহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মনসুরুল আলম। প্রাশিপ সাংগঠনিক সম্পাদক জিএম শাহাদত হোসাইন মানিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মনসুরুল আলম বলেন, নতুন প্রজন্মের বেড়ে ওঠার জন্য যেমন প্রয়োজন সুস্থ পরিবেশ, তেমনি তাদের আত্ম বিশ্বাস, জাগানো স্বপ্ন পূরণে গল্প শোনাতে হবে, জানাতে হবে সফল ও স্মরণীয়-বরণীয় ব্যক্তিবর্গের জীবনী। প্রযুক্তির অপব্যবহারের কারছে নতুন প্রজন্ম বই বিমুখ হয়ে যাচ্ছে। এদিক দিয়ে বই বিতরণ নতুন প্রজন্মকে বই মুখী করতে যোগসূত্র হিসেবে কাজ করতে পারে। নতুন প্রজন্মের অন্তরে দেশপ্রেম জাগাতে বেশি বেশি বই পড়ার বিকল্প নেই। তিনি আরও বলেন, নৈতিকতার অবক্ষয়ে এই যুগে অপরাধীরা যদি বার বার পার পেয়ে যায় তাহলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়। নুসরাত, তনু, মিতু, বিশ্বজিৎ, সাগর রুনি, তাসপিয়া, ফরিদসহ বিভিন্ন হত্যাকাÐ যেন সবগুলো একই সুত্রে গাথা। আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রীর দৃঢ় কণ্ঠে ঘোষণা খুণীরা পার পাবে না। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী নিপীড়ন বিরোধী সেল করতে হবে। তাদের সাথে প্রশাসনের সমন্বয় থাকতে হবে। কোন অনৈতিক ঘটনা ঘটলে তা যেন দ্রæত বিচারের আওতায় আনা সম্ভব হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাশিপ’র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ ছিবগতুল্লাহ চৌধুরী। বক্তব্য রাখেন প্রফেসর সৈয়দ মুহাম্মদ ওসমান গণি, প্রফেসর মুহাম্মদ বেলাল উদ্দিন, ক্বারী মুহাম্মদ দিদারুল আলম চৌধুরী, আলহাজ্ব মুহাম্মদ সাঈদ ইবনে খায়ের, মাওলানা মুহাম্মদ শফিক উল্লাহ হালেমী, রোখসানা আক্তার, মাস্টার মুহাম্মদ এনামুল হক, মাওলানা মুহাম্মদ আবুল হাশেম, মাওলানা মুহাম্মদ মফিজ উল্লাহ, আমেনা খাতুন, মুহাম্মদ আরকান, মুহাম্মদ আব্দুল মুবিন, হাফেজ মুহাম্মদ সেকান্দর ইসলাম, মুহাম্মদ আনোয়ারুল আজিম, মুহাম্মদ মামুন মিয়া, মাস্টার অশোক কুমার সুশীল, মুহাম্মদ মোশারফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla