1. admin@purbobangla.net : purbobangla :
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বন্দর দিবস উদযাপন তৎক্ষালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন, ‘ঘূর্ণিঝড়ে যত মানুষ মরার কথা ছিলো, তত মানুষ মরে নাই স্মরণ সভায় ওয়াসিকা আবারও আসছে তিনদিনের ‘হিট অ্যালার্ট’ চট্টগ্রামে কাল থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক তাপদাহে পুড়ছে দেশ, ভাঙল ৭৬ বছরের রেকর্ড রাজধানীর সৌদি দূতাবাসে আগুন উত্তর চট্টগ্রামে এই প্রথম ফ্যাকো অপারেশন শুরু করছে চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল সীতাকুণ্ডে বৃষ্টির জন্য ইস্তাহার নামাজ আদায় শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত সীতাকুণ্ড উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বী মধ্যে ভোটের যুদ্ধ

আনোয়ারা বারশত ইউনিয়নে অনুষ্ঠিত সর্ববৃহৎ ঈদুল আজহা’র জামাত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১৩৯ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা সর্ববৃহৎ ঈদুল আজহা’র জামাত অনুষ্ঠিত হয়েছে বারশত ইউনিয়ন  এর মরহুম আমজাদ আলী সড়ক সংলগ্ন বোয়ালিয়া ঈদগা ময়দানে।দীর্ঘ কয়েক বছর পর ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গত ঈদুল ফিতরের জামাত ও এইবার ব্যাপক প্রচারণা থাকায় স্বতস্ফূর্তভাবে লোকজন এখানে ঈদুল আজহা’র  ঈদের নামাজ আদায় করতে দলে দলে সমবেত হন।
  ১০জুলাই রবিবার  সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে প্রায় সহস্রাধিক মুসল্লি অংশ নেন।মাঝখানে করোনাসহ বিভিন্ন কারণে গত ২ বছরসহ  মোট ৪বছর  এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি।এ বছর ঐতিহাসিক এ ময়দানে নামাজ আদায় করতে মুসল্লিদের ঢল নামে।
ঐতিহাসিক এই ময়দানে  এ ঈদের জামাতে অংশ নিতে বারশতের সবকটি গ্রাম-মহল্লা  ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের দূর দুরান্তের ইউনিয়নের মুসল্লিরা ছুটে আসেন।
কিন্তু দুঃখের বিষয় যে,এই ঈদ গা’তে আসার জন্য যেকটি সংযোগ সড়ক রয়েছে তার অধিকাংশ রাস্তাই কাচা ,কর্দমাক্ত ও অচল হওয়ায় মানুষের মেঠোপথ ধরে যাতায়াতে হয়েছে ভোগান্তি।
এসময় মুসুল্লিরা জানান, এই ঈদগা আমাদের পূর্ব পুরুষরা ঈদের নামাজ আদায় করতো আমরাও তাদের ঐতিহ্য বুকে ধারন করে চলেছি।এটি এখন একটি নামকরা ঈদগা খেতাব পাওয়ার অধিকার রাখে।কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো সুযোগ সুবিধা নেই যেমন আশেপাশের সংযোগ সড়ক গুলি কাচা, মেঠোপথ, ওযুখানা ও পানি পান করার মত ডিপ টিউবওয়েল, ওযুখানা, ঈদগা পরিচালনা কমিটি বসার মত কক্ষ, রোদ-বৃষ্টিতে মুসুল্লিগন  কষ্ট না পাওয়ার জন্য একটি শেড বা যাত্রী ছাউনি, ঈদগাঁ’র নিজস্ব কোনো সাউন্ড সিস্টেম বা মাইক না থাকায় মাদ্রসার থেকে খুলে আনতে হয়।তারা আরো জানান, উপজেলা প্রশাসনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি এই কাজ গুলি এলাকাবাসীর প্রানের দাবী।এই সুবিধা গুলি পেলে এই ঈদগাঁ দেশের নামকরা ঈদগাঁ’র তালিকায় লিপিবদ্ধ হবে বলে আমাদের বিশ্বাস।
শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla