1. admin@purbobangla.net : purbobangla :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
তাপদাহে পুড়ছে দেশ, ভাঙল ৭৬ বছরের রেকর্ড রাজধানীর সৌদি দূতাবাসে আগুন উত্তর চট্টগ্রামে এই প্রথম ফ্যাকো অপারেশন শুরু করছে চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল সীতাকুণ্ডে বৃষ্টির জন্য ইস্তাহার নামাজ আদায় শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত সীতাকুণ্ড উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বী মধ্যে ভোটের যুদ্ধ সন্দ্বীপে পরকীয়ার অভিযোগ তুলে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা অভিযুক্ত স্বামী গ্রেফতার  চট্টগ্রামে র‌্যাবের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৪ চট্টগ্রামের বিভিন্ন মহাসড়কে অবৈধ গাড়ির অরাজকতা বন্ধ করতে আবারো বিআরটিএ’র অভিযান আমি আজ কথা দিচ্ছি  আপনাদের একা রেখে পালিয়ে যাব না, সুখে দুঃখে আপনাদের পাশে থাকব, আমি আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতে চাই- ওয়াসিকা

শিক্ষার্থীদের কর্মের উপযোগী করে তোলার আহ্বান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ১৩৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের পতনের জন্য আন্দোলন, ষড়যন্ত্র আর বিদেশীদের কাছে দৌড়ঝাপ না করে ক্ষমতায় গেলে কি করবেন সেই পরিকল্পনা জনগণের কাছে দিন।

বিএনপিসহ সরকার বিরোধী রজনৈতিক দলগুলোর কাছে এ আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালে দেয়া পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এখন ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার পরিকল্পনা দিয়েছে।

বুধবার দুপুরে গণভবন থেকে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে কৃষক লীগের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, করোনার মতো দুর্যোগে, বিএনপি, জামাত,  মান্না, কামাল, কমিউনিস্ট পার্টি, বাসদসহ অন্যরা মানুষের পাশে দাঁড়ায় নি। কিন্তু এখন সরকারকে হটাতে আন্দোলন করতে চায়।

আওয়ামী লীগ সরকারের অপরাধ কি তা জানতে চেয়ে বলেন, ২০২১ সাল পর্যন্ত রূপকল্পে যে সব ওয়াদা দেয়া হয়েছিলো তা রক্ষা করেছে আওয়ামী লীগ। এসময়ের মধ্যে বাংলাদেশ সল্পন্নোত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।

এই মর্যাদা পাওয়া কি বিরোধীদের পছন্দ নয়, এমন প্রশ্ন রেখে তিনি বলেন,  সবার ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে, গৃহহীনকে ঘর দেয়া হচ্ছে, নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরী করা হয়েছে, ডিজিটাল বাংলাদেশ হয়েছে, স্যাটেলাইট যুগে প্রবেশ করেছে, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট করে নিউক্লিয়ার যুগে প্রবেশ করেছে, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সময়ের আগে হওয়ায় দেশের টাকা বেঁচেছে। দেশের জন্য এসব করা অপরাধ হয়েছে কিনা জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি আরও বলেন, ২০০১ সালে ক্ষমতায় গিয়ে বিএনপি পাকিস্তানী হানাদারদের মতো মেয়েদের ধর্ষণ, হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করেছিলো। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছিলো, সার ও বিদ্যুৎ চাওয়ায় মানুষ মেরেছিলো। তা দেশর মানুষ ভুলে যায়নি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla