1. admin@purbobangla.net : purbobangla :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
তাপদাহে পুড়ছে দেশ, ভাঙল ৭৬ বছরের রেকর্ড রাজধানীর সৌদি দূতাবাসে আগুন উত্তর চট্টগ্রামে এই প্রথম ফ্যাকো অপারেশন শুরু করছে চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল সীতাকুণ্ডে বৃষ্টির জন্য ইস্তাহার নামাজ আদায় শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত সীতাকুণ্ড উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বী মধ্যে ভোটের যুদ্ধ সন্দ্বীপে পরকীয়ার অভিযোগ তুলে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা অভিযুক্ত স্বামী গ্রেফতার  চট্টগ্রামে র‌্যাবের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৪ চট্টগ্রামের বিভিন্ন মহাসড়কে অবৈধ গাড়ির অরাজকতা বন্ধ করতে আবারো বিআরটিএ’র অভিযান আমি আজ কথা দিচ্ছি  আপনাদের একা রেখে পালিয়ে যাব না, সুখে দুঃখে আপনাদের পাশে থাকব, আমি আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতে চাই- ওয়াসিকা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বোয়ালখালীতে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৬৯ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত এমপি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে শাকপুরা ফুটবল একাদশ। সোমবার (১৩ ডিসেম্বর) বিকেল উপজেলার কালাইয়ারহাটস্থ সারোয়াতলী পিসি সেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে পশ্চিম কধুরখীল ফুটবল একাদশ বনাম শাকপুরা ফুটবল একাদশ। এতে নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৫-৪ গোলে শাকপুরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয়েছে পশ্চিম কধুরখীল ফুটবল একাদশ। বিজয়ীদের হাতে চ্যাপিয়ন ট্রপি তুলে দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফিফা’র সদস্য জিএম চৌধুরী নয়ন। সহকারি রেফারির দায়িত্বে ছিলেন মনির হোসেন ও মাহমুদল হাসান মামুন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন শাকপুরা ফুটবল একাদশের খেলোয়াড় মো. আরমান। ম্যান অব দ্যা টূর্ণামেন্ট শাকপুরা ফুটবল একাদশে দেবু পুরোহিত দেবু। এমপি ফুটবল গোল্ডকাপে উপজেলা ১২টি দল অংশ নেয়। তবে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ অনুষ্ঠিত হয়নি। পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরের সার্বিক তত্ত্বাবধানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন মো. এমরান, হারুনুর রশিদ বাবলু। হাজার হাজার দর্শক উপস্থিত থেকে এ খেলা উপভোগ করেন।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla