1. admin@purbobangla.net : purbobangla :
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বন্দর দিবস উদযাপন তৎক্ষালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন, ‘ঘূর্ণিঝড়ে যত মানুষ মরার কথা ছিলো, তত মানুষ মরে নাই স্মরণ সভায় ওয়াসিকা আবারও আসছে তিনদিনের ‘হিট অ্যালার্ট’ চট্টগ্রামে কাল থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক তাপদাহে পুড়ছে দেশ, ভাঙল ৭৬ বছরের রেকর্ড রাজধানীর সৌদি দূতাবাসে আগুন উত্তর চট্টগ্রামে এই প্রথম ফ্যাকো অপারেশন শুরু করছে চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল সীতাকুণ্ডে বৃষ্টির জন্য ইস্তাহার নামাজ আদায় শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত সীতাকুণ্ড উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রতিদ্বন্দ্বী মধ্যে ভোটের যুদ্ধ

টেকনাফে সাড়ে সাত কোটি টাকার ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথসহ আটক ১

 নয়ন শীল
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩১৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল বাজারের প্রধান সড়কের পাশে অভিযানে দেড় কেজি ক্রিস্টাল মেথ(আইস)সহ মোঃ আব্দুল মজিদ (২০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ৬ অক্টোবর দুপুরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল মঙ্গলবার ৫ অক্টোবর রাত ৯ঃ৩০ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল বাজার সংলগ্ন প্রধান সড়কের পাশে কৌশলগতভাবে অবস্থান নেয়। এসময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে উক্ত স্থানে দীর্ঘক্ষণ ঘোরাফেরা করতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে বিজিবি টহলদলের ধাওয়া খেয়ে আটককৃত যুবক মোঃ আব্দুল মজিদ (২০) মোটরসাইকেল থেকে নেমে গোদারবিল এলাকার একটি তিন তলা বিশিষ্ট বাড়ীতে উঠে যায়। পরবর্তীতে বিজিবির টহলদল এ বাড়ির ছাদে তল্লাশী চালিয়ে ২ প্যাকেট আইসসহ মোঃ আব্দুল মজিদ (২০)কে আটক করে। এসময় তার ব্যবহৃত মোটর সাইকেলটিও আটক করা হয়। উদ্ধারকৃত প্যাকেটের ভেতর হতে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যমানের দেড় কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। আটককৃত মোঃ আব্দুল মজিদ টেকনাফ সদর ইউনিয়নের মাধ্যম গোদারবিল এলাকার হোসেন আলীর ছেলে। এ ঘটনায় আটককৃত মোঃ আব্দুল মজিদ (২০)কে জব্দকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla