1. admin@purbobangla.net : purbobangla :
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

আমিরাতে গোল্ডেন ভিসা পাবেন মেধাবী শিক্ষার্থীরা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৭৭ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে হাইস্কুলে (ক্লাস লেভেল বাংলাদেশের এইচএসসি পর্যন্ত) অধ্যয়নরত বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় প্রতি বিষয়ে শতকরা ৯৫ নম্বরপ্রাপ্ত এবং দেশটিতে অবস্থানরত তাদের পরিবারের সব সদস্যদের ১০ বছরের গোল্ডেন ভিসা দেবে আমিরাত সরকার।

সম্প্রতি আমিরাত সরকারের উদ্ধৃতি দিয়ে গালফ নিউজ ও খালিজ টাইমস এ তথ্য জানায়।

আরব আমিরাতে অবস্থানরত প্রচুর বাংলাদেশি ছেলে-মেয়ে দেশটির বিভিন্ন স্কুল-কলেজে পড়ালেখা করছে এবং পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে দেশের সুনাম বৃদ্ধি করছে।

মেধা বিকাশের মর্যাদায় ১০ বছরের গোল্ডেন ভিসা প্রদানের এ খবরটি তাদের প্রাপ্তির ক্ষেত্রে পড়ালেখায় আরও ব্যাপকভাবে উৎসাহ জোগাবে বলে মনে করেন অভিভাবকরা। এজন্য আমিরাত সরকারকে মোবারকবাদ জানিয়েছেন তারা।

এর আগে, দশ বছরের রেসিডেন্টস ভিসা (গোল্ডেন ভিসা) প্রদানের সংখ্যা বাড়ায় আমিরাত। দেশটির ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এক ঘোষণায় এসব জানান।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla