1. admin@purbobangla.net : purbobangla :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ডবলমুরিং- এ ভুয়া নারী পুলিশ কনস্টেবল আটক বিএসসি মর্যাদা পাওয়া নিয়ে আইইবি’ বিরুপ প্রতিক্রিয়া অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য – আইডিইবি সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন দিয়ে কে আর অক্সিজেন পুরাতন কুমারী খাল ভরাট করছে একজন মন্ত্রী সমর্থিত আরেকজন এমপি সমর্থিত আর আমি হচ্ছি সাধারণ জনগণ সমর্থিত- তৌহিদ  মিরপুর-পল্লবীর মটস: মানবিক ভ্রাতৃত্ব গঠনে কৃষি ও কারিগরি প্রশিক্ষণে এগিয়ে জাফর হায়াতের মৃত্যবার্ষিকী আজ মানিকগঞ্জে আসিম জাওয়াদের জানাজায় হাজারো মানুষ স্কুল-কলেজের সভাপতি হতে লাগবে এইচএসসি পাস সীতাকুণ্ডে রাজু মীরসরাইয়ে নয়ন, সন্দ্বীপে আনোয়ার চেয়ারম্যান নির্বাচিত আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ক্রীড়া জগতে ভারত-মালদ্বীপ সম্পর্কের নতুন অধ্যায়

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩২২ বার পড়া হয়েছে

গত ২০ এপ্রিল, ২০২১, মঙ্গলবার, দিল্লী ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি শজী প্রভাকরণের সঙ্গে সাক্ষাৎ করেন মালদ্বীপের যুব, ক্রীড়া ও সম্প্রদায় উন্নয়ন মন্ত্রী আহমেদ মাহলুফ। সেখানে মালদ্বীপের ফুটবল কাঠামো, বিশেষ করে নারী ফুটবলের উন্নয়নে ভারতীয় সাহায্যের বিষয়ে কথা বলেন দুজনে। বৈঠকের পর এক টুইট বার্তায় তা নিশ্চিত করেছেন মাহলুফ।

পরবর্তীতে মাহলুফের টুইট শেয়ার পূর্বক যুব এবং ক্রীড়া বিষয়ক সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির আশ্বাস পুনর্ব্যাক্ত করে মালদ্বীপে নিযুক্ত ভারতীয় দূতাবাস।
টুইট লিঙ্ক: https://twitter.com/HCIMaldives/status/1384827648120016898

এর আগে গত ১৯ এপ্রিল, সোমবার, কমনওয়েলথ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি বিবেক কোহলি, হরিয়ানা রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী দুশ্যন্ত চৌতালা এবং টেবিল টেনিস কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাহলুফ। সেখানে মালদ্বীপে টেবিল টেনিস খেলার উন্নয়নে ভারতীয় সহযোগিতার বিষয়ে কথা বলেন তাঁরা। বৈঠকটিতে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন ভারতীয় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু। এই বৈঠকের সত্যতাও মাহলুফ তাঁর এক টুইটে নিশ্চিত করেছেন।

টুইট লিঙ্ক: https://twitter.com/AhmedMahloof/status/1384429365321031681

একই দিনে মালদ্বীপের পর্যটন মন্ত্রী আব্দুল্লাহ মওসুমও উপরোক্ত ভারতীয় কর্তা-ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং পর্যটন ও খেলাধুলায় পারস্পরিক সহযোগিতা অব্যহত রাখার বিষয়ে কথা বলেছেন।

প্রসঙ্গত, গত ১৬ মার্চ, ২০২১, ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রীসভা মালদ্বীপ এবং ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে হওয়া একটি সমঝোতা স্মারককে অনুমোদন দেয়। দ্বিপক্ষীয় এই চুক্তিটি যুব, ক্রীড়া বিষয়ক সকল ক্ষেত্রে, সর্বোপরি দু-দেশের মধ্যকার সম্পর্কের উন্নতিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla