1. admin@purbobangla.net : purbobangla :
রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছে ২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জুবায়ের আলম আশিক দেশে ২০ হাজার শিশু ডায়াবেটিসে ভুগছে মনজুর আলম প্রতিষ্ঠিত নতুন ৩ টি জামে মসজিদ জুম্মার নামাজ আদায় এর মাধ্যমে শুভ উদ্বোধন তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে –  সিমিন হোসেন পতেঙ্গা চরপাড়ায় অবৈধ অনুমোদহীন আইসক্রীম ফ্যাক্টরীঃ প্লাস্টিক ফ্যাক্টরী লোকেরাই আইসক্রীম ফ্যাক্টরীরও কর্মী গনচিনি, চ্যাকারাইন, লোংরা পানি ও বিষক্ত ক্যামিক্যাল ব্যবহার সীতাকুণ্ডের গুলিয়াখীতে ‘সবুজ চুড়ি আন্দোলনে ২৫শ তালগাছ রোপন সাংবাদিক ওমর ফারুকের ইন্তেকাল ২৯ শে এপ্রিল নিহতদের স্মরণে সাহিত্য পাঠচক্রের স্মরণ সভা পথচারীদের মাঝে শরবত, পানি ও গামছা বিতরণ করলেন হেলাল আকবর চৌধুরী বাবর  হেলাল আকবর চৌধুরী বাবর পথচারীদের মধ্যে শান্তির শরবত বিতরণ করলেন

আনোয়ারায় জুইদণ্ডী ইউপি চেয়ারম্যান ইদ্রিচের বিরুদ্ধে সকল ইউপি সদস্যদের অনাস্থা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ৭৩৬ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক
আনোয়ারা উপজেলার ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিচ’র বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার,অনিয়ম, অর্থ আত্মসাৎ, অসদাচরণ, পরিষদের নারী সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অশ্লীল ভাষা প্রয়োগ, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ এনে অনাস্থা প্রকাশ করেছেন   ৯ ইউপি সদস্য ও মহিলা সদস্যগণ।
জানা গেছে, গত ১৬ জানুয়ারী চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক  বরাবর লিখিত অভিযোগ করেন ৯ জন ইউপি সদস্য। ১৭ জানুয়ারি দ্বিতীয় দফায় সিনিয়র সচিব স্থানীয় সরকার বাংলাদেশ সচিবালয়, ঢাকা ও ১৮ জানুয়ারি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করে অনাস্থা প্রস্তাব আনেন তারা।অনাস্থা প্রদানকারী ৯ ইউপি সদস্য হলেন, ১নং ওয়ার্ড আবছার মেম্বার,২নং ওয়ার্ড নুর নবী মেম্বার, ৩নং ওয়ার্ড বাবু মেম্বার, ৪নং ওয়ার্ড মিয়া মেম্বার,৫নং ওয়ার্ড রনি চৌধুরী মেম্বার, ৯নং ওয়ার্ড মো: মুফিজ মেম্বার, ১,২,৩ ওয়ার্ড রুবি আক্তার, ৪,৫,৬ ওয়ার্ড শারমিন হক শেপু, এবং  ৭,৮,৯ ওয়ার্ড রুবিনা আকতার।
অভিযোগের বিষয়ে ৫নং ওয়ার্ড রনি চৌধুরী মেম্বার বলেন, ইউনিয়ন চেয়ারম্যানের দুর্নীতির অভিযোগ ৯ জন ইউপি সদস্য স্বাক্ষর দিয়েছেন। এছাড়াও সকল সদস্যগণ যাতে শান্তিপূর্ণভাবে পরিষদের সকল কার্যক্রম পরিচালনা করতে পারেন এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জনগণের স্বার্থে দ্রুত ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।
২নং ওয়ার্ড নুর নবী মেম্বার বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। এজন্য জনগণ সব সময় আমাদের দিকে চেয়ে থাকে। কিন্তু বণ্টন প্রক্রিয়ায় হস্তক্ষেপ ও স্বজনপ্রীতির কারণে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হয় না। কোন কার্ড এলে ইউপি চেয়ারম্যান তার অনুকূলে রেখে দেন। বিভিন্ন বরাদ্দ এলেও আমাদের না ডেকে সমন্বয় না করে তিনি নিজের মতো করে বণ্টন করেন।
অভিযোগের বিষয়ে ১নং ওয়ার্ড আবছার মেম্বার বলেন, ইউনিয়নে মাসিক কোনো সভা না ডেকে সদস্যদের স্বাক্ষর জাল করে চেয়ারম্যান ও সচিব সমস্ত কাজ পরিচালনা করেন। এমনকি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহযোগিতায় তারা সমস্ত সরকারি বরাদ্দ ভাগ বাটোয়ার  করে থাকেন।
৯নং ওয়ার্ড মো: মুফিজ মেম্বার বলেন,অনবরত হয়রানী ও নানা রকম হুমকী দিয়ে আসছে। বেতন-ভাতার বিষয়ে চেয়ারম্যান ইউপি সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। চেয়ারম্যানের বিরুদ্ধে মুখ খুলতে কেউ সাহস করে না।
৩নং ওয়ার্ড বাবু মেম্বার বলেন, পরিষদের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও ইউপি সদস্যদের সঙ্গে সমন্বয় না করে নিজের ইচ্ছেমতো সিদ্ধান্ত নেন। সরকারের প্রদত্ত সকল প্রকার ভাতা প্রকৃত ভাতাভোগীদের না দিয়ে চেয়ারম্যান নিজের ইচ্ছেমতো তার পছন্দের লোকদের প্রদান করেন।
৪নং ওয়ার্ড মিয়া মেম্বার বলেন, ওয়ারিশ সনদ বাবদ জোর পূর্বক জনগন থেকে ৬০০ টাকা আদায় করে। ইউনিয়নের জন্য যাবতীয় সরকারী বরাদ্দ তিনি অবলীলায় আত্মসাৎ করে আসছেন। সরকারের বরাদ্দকৃত ১ শতাংশ প্রকল্পে কাজ কোথায় হয়েছে তার কোনো হিসাবও নেই।

অভিযোগে ইউপি সদস্যরা উল্লেখ করেন,ইউপি নির্বাচনের পর হতে আজ পর্যন্ত  ২ বছর যাবৎ আমরা অত্যন্ত সুনামের সাথে আমাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করে আসছে। কিন্তু অতান্ত দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, আমরা আমাদের ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিচ ২ বছর যাবৎ স্থানীয় ইউনিয়ন পরিষদের কোন কর্মকান্ডে আমাদের অংশ গ্রহন করতে না দিয়ে অনবরত হয়রানী ও নানা রকম হুমকী দিয়ে আসছে। তৎমধ্যে প্রাণনাশের হুমকি অন্যতম।  তিনি অস্ত্রধারী সামুদ্রিক দস্যু, জলদস্যু দলের প্রধানও বটে। অবৈধ ভূমি দখল হতে আরম্ভ করে অনেক অপরাধের সাথে তিনি জড়িত। তিনি একজন অতি দুর্নীতিবান লোক হয়। অত্র ইউনিয়নের জন্য যাবতীয় সরকারী বরাদ্ধ তিনি অবলীলায় আত্মসাৎ করেছেন।
সরকারী বরাদ্দের ২০ (বিশ) টি গভীর নলকূপ বিনামূল্যে বিতরণ না করে  প্রতিটির জন্য ২০,০০০ (বিশ হাজার) টাকা আদায় করে। এ.ডি.পি. ও টি.আর কাবিকা ভুয়া প্রকল্প দেখানোর মাধ্যমে সরকারী খাত হতে আদায়কৃত টাকা আত্মসাৎ করে। ওয়ারিশ সনদ বাবদ জোর পূর্বক জনগন থেকে  ৬০০ টাকা আদায় করা হয়। ইউপি মেম্বারদের বরাদ্দকৃত সকল বেতন-ভাতা এবং জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ ও নাগরিকত্ব সনদের ফি বাবৎ আদয়কৃত টাকা কোন হিসাব নেই।
কাবিখা ও কাবিটা প্রকল্পে দুর্নীতি করেছেন। ইউনিয়নের উন্নয়নমূলক কাজে ইউপি সদস্যদের সম্পৃক্ত না করে নিজে করে। সরকারের বরাদ্দকৃত ১ শতাংশ প্রকল্পে কাজ কোথায় হয়েছে তার কোনো হিসাব নেই। টিউবওয়েল, গভীর নলকূপ, ট্রেড লাইসেন্স, গৃহ নির্মাণের নকশা অনুমোদনসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করে ইউনিয়নের মানুষদের ক্ষতিগ্রস্ত করছে বলে অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয়।
একাধিক ইউপি সদস্যের দেওয়া তথ্যমতে,তার ভাড়া করা কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী থাকায় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিচ বাড়তি প্রভাব খাটানোর চেষ্টা করেন।
পরিষদের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও ইউপি সদস্যদের সঙ্গে সমন্বয় না করে নিজের ইচ্ছেমতো সিদ্ধান্ত নেন। সরকারের প্রদত্ত সকল প্রকার ভাতা প্রকৃত ভাতাভোগীদের না দিয়ে চেয়ারম্যান নিজের ইচ্ছেমতো তার পছন্দের লোকদের প্রদান করেন। চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতার কারণে ইউপি সদস্যরা স্ব-স্ব ওয়ার্ডের প্রকৃত প্রতিবন্ধী, বিধবা, মাতৃত্বকালীন ভাতা, বয়স্কদের ভাতা দেওয়ার জন্য সুপারিশ করলেও চেয়ারম্যান তাদের মতামতকে উপেক্ষা করে নিজের পছন্দমতো নামের তালিকা প্রণয়ন করেন। এছাড়াও জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ ও ট্রেড লাইসেন্সে অতিরিক্ত টাকা নেওয়া, রেশন কার্ড, টিসিবি, ভিজিডি কার্ড নিজের কাছে রেখে কার্ডধারীদের চাল না দিয়ে নিজের পছন্দমতো লোকদের দেওয়া। ইউপি সদস্যদের সম্মানী ভাতা না দেওয়া, মৎস্য চাল, উন্নয়ন তহবিল, গভীর নলকূপ,মাসিক মিটিং না করা, প্যানেল চেয়ারম্যান নির্বাচন না করা, চেয়ারম্যান তার নিজের আত্মীয়দেরকে উদ্যোক্তা বানিয়ে তাদের দিয়ে ইউপি সদস্য ও সাধারণ জনগণকে হয়রানি করাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইশতিয়াক ইমন অনাস্থা প্রস্তাব পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla