1. admin@purbobangla.net : purbobangla :
সোমবার, ২০ মে ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির নেতৃত্বে নতুন কর্মসূচি আসছে : অলি আনোয়ারা সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণ, জিম্মি দুইশত পরিবার সীতাকুণ্ডে কুমিরা ঘাট দিয়ে পালাচ্ছে রোহিঙ্গারা, খবর পেয়েও আটক করেনি নৌ পুলিশ ৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো বায়েজিদে টোকেন বাণিজ্য নিষিদ্ধ অটোরিক্সা অবাধেই চলছে ট্রাফিক পুলিশ চাঁদা পেয়েই নিরব ১১ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য ডবলমুরিং- এ ভুয়া নারী পুলিশ কনস্টেবল আটক বিএসসি মর্যাদা পাওয়া নিয়ে আইইবি’ বিরুপ প্রতিক্রিয়া অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য – আইডিইবি সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন দিয়ে কে আর অক্সিজেন পুরাতন কুমারী খাল ভরাট করছে একজন মন্ত্রী সমর্থিত আরেকজন এমপি সমর্থিত আর আমি হচ্ছি সাধারণ জনগণ সমর্থিত- তৌহিদ 

মধ্যম হালিশহর পুলিশ ফাঁড়ির অভিযানে চোরাই মালামাল কেনাবেচার ৪ সদস্য আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

মধ্যম হালিশহরের ওয়াশিল চৌধুরী পাড়ার কমিশনার গলির মান্নান চৌধুরীর বিল্ডিং  ২য় তলা, রুম নং-২ এর অভ্যন্তর হতে তল্লাশী করে  ১৭ ডিসেম্বর চোরাই মালামাল কেনাবেচার সিন্ডিকেটের ৪ সদস্যকে স্হানীয় ফাঁড়ির পুলিশ সদস্যগণ আটক করেছে  ।

গ্রেপ্তারকৃত ব্যক্তির হলেন ১। মোঃ হাবিবুর রহমান প্রকাশ হাবিব (২৬) ২। মোঃ সাইফুল হাওলাদার (২৪)।৩ মোঃ সাকিব হাওলাদার (২৫) ৪। ইমন ধর (৩০)

এ সময় তাদের কাছ থেকে ২টি স্বর্ণের চুড়ি, ওজন ১ ভরি ১৩ আনা ২ রতি ৮ পয়েন্ট, ২ জোড়া স্বর্ণের কানের দুল, ওজন ৪ আনা ৪ রতি ৭ পয়েন্ট, ৫টি স্বর্ণের বেবি আংটি, ওজন ৪ আনা ৩ রতি ৭ পয়েন্ট, ১ জোড়া কান টানা স্বর্ণের চেইন, ওজন ৪ আনা ১ রতি ৮ পয়েন্ট মোট ওজন-২ ভরি ১১ আনা ১ রতি ১ পয়েন্ট, মূল্য অনুমান-১,৯০,০০০/-টাকা(যা নিকটবর্তী অভিমূন্য গোল্ড ফ্যাশন নামীয় স্বর্ণের দোকানদার কর্তৃক যাচাইকৃত ওজন পরিমাপকৃত) বিভিন্ন নোটের নগদ ৩৯,২০০/-টাকা চোরাই মালামালসহ উদ্ধার করা হয়।

অভিযুক্তরা অভ্যাসগত ভাবে চোরাই মালামাল ক্রয় বিক্রয় চক্রের সক্রিয় সদস্য ৷ এ ব্যাপারে বন্দর থানায় নিয়মিত মামলার রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান মধ্যম হালিশহর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোহাম্মদ ফয়সাল সারোয়ার।

 

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla