1. admin@purbobangla.net : purbobangla :
সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছে ২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জুবায়ের আলম আশিক দেশে ২০ হাজার শিশু ডায়াবেটিসে ভুগছে মনজুর আলম প্রতিষ্ঠিত নতুন ৩ টি জামে মসজিদ জুম্মার নামাজ আদায় এর মাধ্যমে শুভ উদ্বোধন তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে –  সিমিন হোসেন পতেঙ্গা চরপাড়ায় অবৈধ অনুমোদহীন আইসক্রীম ফ্যাক্টরীঃ প্লাস্টিক ফ্যাক্টরী লোকেরাই আইসক্রীম ফ্যাক্টরীরও কর্মী গনচিনি, চ্যাকারাইন, লোংরা পানি ও বিষক্ত ক্যামিক্যাল ব্যবহার সীতাকুণ্ডের গুলিয়াখীতে ‘সবুজ চুড়ি আন্দোলনে ২৫শ তালগাছ রোপন সাংবাদিক ওমর ফারুকের ইন্তেকাল ২৯ শে এপ্রিল নিহতদের স্মরণে সাহিত্য পাঠচক্রের স্মরণ সভা পথচারীদের মাঝে শরবত, পানি ও গামছা বিতরণ করলেন হেলাল আকবর চৌধুরী বাবর  হেলাল আকবর চৌধুরী বাবর পথচারীদের মধ্যে শান্তির শরবত বিতরণ করলেন

চোরাই তেলসহ পতেঙ্গায় আটক ২

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে

  পতেঙ্গায় চোরাই তেলসহ দুজনকে আটক করেছে র‌্যাব। ৫ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সী-বীচ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় প্রায় ১৬শ লিটার ডিজেল মবিল উদ্ধার করে র‌্যাব। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

আটকরা হলেন— মো. সুলাইমান (২৯) ও মো. নেজাম (২৪)। সুলাইমান পতেঙ্গার দক্ষিণ পাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে ও নেজাম একই এলাকার মৃত সোবহানের ছেলে।

র‍্যাব জানিয়েছে, পতেঙ্গা থানার সী-বীচ এলাকার একটি বসত ঘরে চোরাই ডিজেল ও মবিল মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে ৩৩টি প্লাষ্টিকের ড্রামে থাকা ১৩৬০ লিটার ডিজেল এবং ৭টি ড্রামে থাকা ২৮০ লিটার মবিল জব্দ করা হয়। এ সময় তেল পাচারের সঙ্গে জড়িত ২ জনকে আটক করা হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জাহাজ, জ্বালানি তেল বহনকারী লরি থেকে চুরি করা অকটেন, ডিজেল এবং মবিল সংগ্রহ করতো। পরে কম মূল্যে পাইকারি ও খুচরায় খোলা বাজারে সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla