1. admin@purbobangla.net : purbobangla :
বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন শিল্পপতি খলিলুর রহমান বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছে ২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জুবায়ের আলম আশিক দেশে ২০ হাজার শিশু ডায়াবেটিসে ভুগছে মনজুর আলম প্রতিষ্ঠিত নতুন ৩ টি জামে মসজিদ জুম্মার নামাজ আদায় এর মাধ্যমে শুভ উদ্বোধন তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে –  সিমিন হোসেন পতেঙ্গা চরপাড়ায় অবৈধ অনুমোদহীন আইসক্রীম ফ্যাক্টরীঃ প্লাস্টিক ফ্যাক্টরী লোকেরাই আইসক্রীম ফ্যাক্টরীরও কর্মী গনচিনি, চ্যাকারাইন, লোংরা পানি ও বিষক্ত ক্যামিক্যাল ব্যবহার সীতাকুণ্ডের গুলিয়াখীতে ‘সবুজ চুড়ি আন্দোলনে ২৫শ তালগাছ রোপন সাংবাদিক ওমর ফারুকের ইন্তেকাল ২৯ শে এপ্রিল নিহতদের স্মরণে সাহিত্য পাঠচক্রের স্মরণ সভা পথচারীদের মাঝে শরবত, পানি ও গামছা বিতরণ করলেন হেলাল আকবর চৌধুরী বাবর 

রাজনীতিতে চরম উদ্বেগ উৎকন্ঠা লেগেই আছে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে

মাহমুদুল হক আনসারী
সাম্প্রতিক সময়ে রাজনীতিতে উদ্বেগ উৎকন্ঠা বাড়ছে। রাজনীতি মূলত রাষ্ট্রের কল্যাণে। দেশ জনগন রাষ্ট্রের জন্য রাজনীতি। রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক দল ও পরিচ্ছন্ন রাজনীতি থাকা চাই। বাংলাদেশের রাজনীতি নির্বাচনের আগে পরে উত্তপ্ত হয়ে উঠে। নিবন্ধিত ও অনিবন্ধিত দল গুলো রাজনীতির মাঠে সরব হয়ে উঠে নির্বাচনকে ঘিরে। বাংলাদেশের রাজনীতিতে সরকার পরিবর্তন হয় ভোটের মাধ্যমে। সাংবিধানিক ভাবে পাঁচ বছর পর পর সকল নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার বাধ্য বাদকতা আছে। সেই কারণে নির্বাচন কমিশন স্থানীয় এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য কর্মসূচী পরিকল্পনা বাস্তবায়ন করেন।
স্বাধীন নির্বাচন কমিশন সাংবিধানিক নিয়মে বাংলাদেশের সবগুলো নির্বাচন করার সাংবিধানিক দায়িত্ব পালন করে থাকে। তারা স্থানীয় জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল সমূহকে নির্বাচনে অংশ গ্রহণ করার আহŸান জানান। রাজনৈতিক দল গুলোর ও জনগনের প্রতি দায়বদ্ধতা আছে, নির্বাচনে অংশগ্রহণ করে জনগনের মতামত নিয়ে সরকারের কর্মকান্ডে শরীক হওয়া। রাজনৈতিক দলগুলো বিশেষ করে জাতীয় নির্বাচনের সময়ের জন্য অপেক্ষায় থাকে। কর্মী থেকে নেতা পর্যন্ত সকলের মধ্যেই রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে জনগনের সেবা করার একটি চিন্তা কাজ করে। সেই লক্ষেই রাজনৈতিক দলের সৃষ্টি ও কর্ম পন্থা। মূলত রাজনীতির উদ্দেশ্য হলো দেশ জনগন ও রাষ্ট্রের কল্যাণে কাজ করা। স্থানীয় ও জাতীয় নির্বাচনে অংশ না নিলে সেই দলের অস্তিত্ব জনগনের নিকট তেমন গুরুত্ব থাকে না। নির্বাচনের মাধ্যমে জনগনের দাবি দাওয়া আদায় ও পূরণ করা রাজনৈতিক দল গুলোর অন্যতম উদ্দেশ্য।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, মানবাধিকার, নাগরিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা প্রগতি উন্নতি সার্বিক সফলতার জন্য রাজনীতি ও দলের প্রয়োজন। সেই লক্ষ্যে দল গঠিত হয়। দেশ প্রেম ভালোবাসা দেশের স্বার্থ নাগরিক অধিকার যেকোনো রাজনৈতিক দলের অন্যতম চরিত্র। বাংলাদেশের রাজনীতিতে একটি বিষয় স্বাধীনতার পর হতে অদ্যবধী একটি বিষয় জনগন লক্ষ্য করছে যে, জাতীয় নির্বাচন আসলে বৃহৎ দল গুলোর মধ্যে রাজনৈতিক অস্থিরতা দেখতে পাওয়া যায়। তারা জনগন ও দেশের স্বার্থের চেয়ে দল ও ব্যক্তি স্বার্থকে বেশি প্রাধান্য দেয়। ক্ষমতার নিয়মাতান্ত্রিক পরিবর্তন সহজেই গ্রহণ করতে চায় না। জনগনের ভোট ও মতামতকে গুরুত্বে আনতে চায় না। কতিপয় রাজনৈতিক দল ও নেতা ক্ষমতার সর্বোচ্চ চেয়ার দখল করার জন্য যেনো তোনো পন্থায় নিল নকশা ও ষড়যন্ত্রের পন্থা খুজতে থাকে। দেশি বিদেশী ষড়যন্ত্রের সাথে হাত মিলায়। বাংলাদেশের স্বাধীনতার স্বার্বভৌমত্ব এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত। শহিদের তাজা রক্তের গন্ধ এখনো সুখায় নি। ত্রিশ লক্ষ্য মা বোনের সম্ব্রম ইজ্জত বিলিন করতে হয়েছে। স্বাধীন এই মানচিত্র অর্জনের জন্য। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র চক্রান্ত এখনো অব্যাহত আছে। দেশের রাজনীতিতে স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী কর্মকান্ড পরিকল্পনা জনগন দেখছে। স্বাধীনতার পক্ষের শক্তিকে কোনোভাবেই সুশৃংখল ভাবে রাষ্ট্র পরিচালনা করতে দিচ্ছেনা। বাংলাদেশের স্বাধীনতার অর্ধ শতাব্দি অর্জন আজ অনেক কিছু জাতি পেয়েছে। দূর্নিতি অনিয়ম হয় নাই সেই কথা বলছি না। এর মধ্যেও বাংলাদেশ আজকের দিনে উন্নতি অগ্রগতি শিক্ষা সংস্কৃতি ও অর্থনীতিতে ব্যপক সফলতা অর্জন করেছে। শহর ও গ্রাম এখন উন্নয়নে একাকার হয়ে গেছে। শিক্ষার হার ক্রমেই বাড়ছে। স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌঁছে গেছে। বয়স্ক ভাতা মুক্তি যোদ্ধার সম্মান বৃদ্ধি পেয়েছে। মানুষের দৈনন্দিন আয় বেড়েছে। বৈদেশিক মুদ্রা রেমিটেন্স প্রবাহ বাড়ছে। বেকারত্ব ধীরে ধীরে নিয়ন্ত্রনের মধ্যে আসছে। শিক্ষা দিক্ষা তথ্য প্রযুক্তি শহর থেকে গাঁ গ্রাম পর্যন্ত হাতের নাগালে। রাষ্ট্র পরিচালনায় যে সরকার ও দল রয়েছে ব্যপক ভাবে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জনগনের অর্থনৈতিক সফলতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।
এর পরে ও রাজনীতিতে ষড়যন্ত্রের শেষ নেই। নির্বাচন সামনে রেখে দেশী বিদেশী ষড়যন্ত্র ঝঠ বেধেঁছে। শকুনের থাঁবা বাংলাদেশের জনগনের মাথার উপর ঘুরছে। এই শকুন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানবাধিকার মানচিত্র স্বীকার করে নি। যারাই স্বাধীনতার সময় আমার মাতৃভূমির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আজকের প্রেক্ষাপটে তারাই বাংলাদেশের গনতন্ত্র, নির্বাচন, মানবাধিকার নিয়ে তথাকথিত দরদ দেখাচ্ছে। বাস্তবে এটি দেশ ও জনগনের জন্য দরদ নয়। একটি ষড়যন্ত্র ও গভীর ষড়যন্ত্র। বাংলাদেশের নির্বাচন ভোট রাজনীতি সরকার কীভাবে হবে সেটি নির্ধারণ করবে দেশের জনগন। ভোট ও নির্বাচন এদেশের সাংবিধানিক ভাবে দায়িত্ব প্রাপ্ত স্বাধীন নির্বাচন কমিশনই সমাপ্ত করবে। সাংবিধানিক ভাবে সেটি নির্বাচন কমিশনের দায়িত্ব। দেশি বিদেশী অবৈধ ভাবে কোনো পক্ষ দেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে অযাচিত ভাবে নাক গলাক সেটি স্বাধীন দেশের জনগন মোটেও ভালো চোখে দেখেনা। দেখার কথা ও না।জনগন যাদেরকে ভোটের মাধ্যমে মতামত প্রদান করবে তারাই রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব গ্রহণ করবে।
ভোট জনগনের আমানত, সাংবিধানিক ভাবে জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব।কোনো ধরনের শক্তি আর্থ চাপ প্রয়োগ করা চলবে না। সেই ভাবে সচ্ছ ও পরিচ্ছন্ন ভাবে ভোটাধিকার গ্রহণ করতে চায় জনগন। তবে সেই জায়গায় যেনো কোনো ধরনের জাতীয় আন্তর্জাতিক চাপ না থাকে। নির্বাচন কমিশন পরিচ্ছন্ন ভাবে তাদের দায়িত্ব পালন করবে। কারো প্ররোচনায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা সাংবিধানিক দায়িত্ব পালন করবে। যথা সময়ে নির্বাচন সঠিক সময়ে ক্ষমতার পালাবদল শান্তি পূর্ণ রক্তপাতহীন পরিবেশে জনগন নির্বাচন চায়।
এর বাইরে দেশের জনগন অন্য যেকোনো ধরনের ষড়যন্ত্রের জালে পা দেবে না। অযৌক্তিক হরতাল অবরোধ, ধর্মঘট, জ¦ালাও পোড়াও, জনগনের জীবন জিবিকার রাস্তা বন্ধ করে আন্দোলনের নামে যেকোনো কর্মসূচী জনগনের সমর্থন যোগ্য নয়। মাতৃভূমি স্বাধীনতা স্বার্বভৌমত্ব বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতি উন্নয়নে জাতি আশাবাদি। যারাই জনগনের উন্নয়ন অগ্রগতি ও নিরাপত্তা শান্তির প্রতিশ্রুতি দিতে পারবে জনগন তাদের সাথেই থাকবে।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla