1. admin@purbobangla.net : purbobangla :
শনিবার, ১৮ মে ২০২৪, ০১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ডে কুমিরা ঘাট দিয়ে পালাচ্ছে রোহিঙ্গারা, খবর পেয়েও আটক করেনি নৌ পুলিশ ৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো বায়েজিদে টোকেন বাণিজ্য নিষিদ্ধ অটোরিক্সা অবাধেই চলছে ট্রাফিক পুলিশ চাঁদা পেয়েই নিরব ১১ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য ডবলমুরিং- এ ভুয়া নারী পুলিশ কনস্টেবল আটক বিএসসি মর্যাদা পাওয়া নিয়ে আইইবি’ বিরুপ প্রতিক্রিয়া অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য – আইডিইবি সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন দিয়ে কে আর অক্সিজেন পুরাতন কুমারী খাল ভরাট করছে একজন মন্ত্রী সমর্থিত আরেকজন এমপি সমর্থিত আর আমি হচ্ছি সাধারণ জনগণ সমর্থিত- তৌহিদ  মিরপুর-পল্লবীর মটস: মানবিক ভ্রাতৃত্ব গঠনে কৃষি ও কারিগরি প্রশিক্ষণে এগিয়ে জাফর হায়াতের মৃত্যবার্ষিকী আজ

একজন অনুসরণীয় ধার্মিক ব্যক্তিত্ব মো: মনজুর আলম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬২ বার পড়া হয়েছে

মো. আবদুর রহিম

উত্তর আগ্রাবাদের মনছুরাবাদের হযরত খাজা আবদুল হাকিম শাহ আল মাইজভাণ্ডারী (র.) এর তৃতীয় সন্তান আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। তিনি হযরত মনছুর আলী শাহ (র.) এর আওলাদ ও বংশধর। আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের পিতা হযরত খাজা আব্দুল হাকিম আল মাইজভাণ্ডারী (র.) আশেকে রাছুল, আশেকে আউলিয়া এ কামেলীন ছিলেন। তিনি হযরত শাহ সুফী আহমদুল হক সিদ্দিকী প্রকাশ মুসাবিয়া (র.) এর মুরীদ ছিলেন। আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম জন্মসূত্রে একজন ধর্মভীরু মানুষ। তিনি ২ জুলাই ১৯৫৩ খ্রি. জন্মগ্রহণ করেন। স্বীয় সাধনায় বর্তমানে তিনি দেশের স্বনামধন্য একজন শিল্পপতি, দানবীর ও ধার্মিক জনহিতৈষী। আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম মানবসেবায় ১৯৯৪ সালে উত্তর কাট্টলী ১০ন ওয়ার্ডে সরাসরি মানবকল্যাণে আত্মনিয়োগ করেন। ১৯৯৪ পর ২০০০, ২০০৫ এ তিনবারে ১৭ বছর কাউন্সিলার পদে আসীন থেকে লাগাতার মানবকল্যাণ করে যাচ্ছেন। এই ১৭ বছরের মধ্যে তিনি ৩ বছর ৬ মাস চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র পদে আসীন ছিলেন। ২০১০ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র পদে নির্বাচিত হয়ে ৫ বছর দায়িত্বে ছিলেন। এই সময় তিনি চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানায় অবদান রাখা ছাড়াও পবিত্র রমজানের শুরুতে ৪১টি ওয়ার্ডে গড়ে দেড় হাজার ধর্মপ্রাণ গরীব, নিরীহ, নিঃস্ব মানুষদের নিকট প্রতিবছর ইফতার ও সেহেরি সামগ্রী তুলে দেন। সেই ১৯৯৪ সাল থেকে শুরু করে বর্তমানে তিনি পবিত্র রমজানে রোজাদারদের সেবা অব্যাহত রেখেছেন। আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম প্রতিবছর রমজানের ৩০ দিন এতিম, হাফেজদের সাথে নিয়ে ইফতার করেন। মহররম মাসের ৩০ দিন ৩০টি মসজিদে আহলে বায়েতে রসুল স্মরণে মাহফিল, খতমে কোরআন ও মিলাদ মাহফিল করে থাকেন এবং পবিত্র রবিউল আউয়াল মাসব্যাপী খতমে কোরআন, খতমে বোখারি, গাউসিয়া শরীফ ও মিলাদ মাহফিল করে যাচ্ছেন। আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম একজন অলি-আউলিয়া ভক্ত, অনুরক্ত একজন সাদা মনের মানুষ। তিনি সাদা মন উজার করে হযরত নিজাম উদ্দিন আউলিয়ার (র.) মাজার, মাইজভাণ্ডার দরবার শরীফ, বড় পীর আব্দুল কাদের জিলানী (র.) মাজার, হযরত তৈয়ব শাহ, তাহের শাহ, সাবের শাহ (র.) খেদমত, সুন্নিয়তের খেদমত, গাউছিয়া কমিটিতে খেদমত, সকল সুন্নি আলেমদের মাধ্যমে গাউসিয়া শরীফ, খতমে বোখারী শরীফ, খতমে কোরানে পাক, প্রতি মাস, প্রতি সপ্তাহে চালু রেখেছেন। তিনি শাহ মোহছেন আউলিয়া (র.) মাজার কমপ্লেক্স আধুনিক প্রযুক্তিতে নবরূপে নির্মাণ করে দেন। মাওলানা আজিজুল হক শেরে বাংলা (র.) মাজার আধুনিক সংস্করণে নির্মাণ করে দেন। হযরত খাজা মনছুর আলী শাহ (র.) মাজার নির্মাণ করে দেন। মাইজভান্ডার শরীফে মসজিদ, মিনার, শাহী ডেক, গেইট, দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা নির্মাণ করে দেন এবং সড়ক বাতির ব্যবস্থা করেন। জনাব মনজুর আলম প্রতি বছর তাঁর নিজ খরচে হজ¦ পরিচালনা, ওমরা পরিচালনা অব্যাহত রেখেছেন। আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ এলাকায় এবং পবিত্র মদিনায় রসুলে পাক হযরত মুহাম্মদ (সা.) রওজা শরীফ এলাকায় প্রতিবছর রোজাদারদের খেদমত করে থাকেন। তিনি গরীবের মেয়ের বিয়ে সাদি, গৃহহীনের গৃহ নির্মাণ, বেকারের চাকুরীর ব্যবস্থা, বিদেশে কর্মের সংস্থান, গরীব ছাত্রদের ডাক্তারী ও ইঞ্জিনিয়ারিং শিক্ষায় সহযোগিতা প্রদান, তাঁর পরিচালিত স্কুল-কলেজে গরীব শিক্ষার্থীদের বিনা ফি, অর্থ ফি-তে শিক্ষার সুযোগ দিয়ে যাচ্ছেন। চট্টগ্রাম সহ সমগ্র দেশের মসজিদ নির্মাণে সহযোগিতা অব্যাহত রেখেছেন। আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম প্রতিমাসের শুক্র, সোম ও বৃহস্পতিবার অস্বচ্ছল ২ (দুই) হাজার নারী-পুরুষ ও শিশুদের নিয়মিত মানবিক সহায়তা দিয়ে চলেছেন। এই ধার্মিক মানবতাবাদি মানুষটি মানব সেবায় ১৯৭৭ সাল থেকে মা-বাবার নামে অর্থাৎ আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। এই প্রতিষ্ঠানের আওতায় ১০১টি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। তন্মধ্যে মসজিদ-এবাদত খানা ৩৫টি, মাদ্রাসা, ফোরকানিয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা মোট ২২টি এছাড়া ডিগ্রি কলেজ ২টি, হাইস্কুল ৫টি, কিন্ডারগার্টেন ৬টি রয়েছে। মোট কথা হলো আল্লাহর সন্তুষ্টি, নবীজী হযরত মুহাম্মদ (সা.) রেজামন্দি হাসিল, অলি-আউলিয়াদের মান, সান ও শ্রেষ্ঠত্ব রক্ষায় ধর্মীয় নিয়ম-নীতি, আহকাম অনুযায়ী জীবনযাপন করেন মোহাম্মদ মনজুর আলম। তিনি তাঁর ব্যবসা বাণিজ্যের আয় থেকে তিন ভাগের এক অংশ প্রতিষ্ঠানে ব্যয় নির্বাহ, তিনভাগের এক অংশ পরিবার পরিজনের খরচের জন্য এবং তিন ভাগের এক অংশ আল্লাহর ও আল্লাহর রসুল ও অলিআউলিয়াদের নির্দেশিত পথে মানব কলাণে উৎসর্গ করে যাচ্ছেন। তাঁর সকল সেবা, কল্যাণ, ধর্ম-কর্ম সবই আল্লাহকে সন্তুষ্টির জন্য করে থাকেন। তবে তিনি যে, ধার্মিক ও ধর্মভীরু একজন মানুষ তাতে কোন সন্দেহের অবকাশ নেই। ঈমান-আমল এ সবের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর দুই ফেরেস্তা প্রতিনিয়ত প্রতিটি মানুষের আমলনামা লিখে যাচ্ছেন। কাল কেয়ামতে চুড়ান্ত বিচারের সময় প্রতিটি মানুষের আমলনামাই কথা বলবে। তবে যে মানুষ জীবিতকালে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, ফোরকানিয়া মাদ্রাসার জন্য কাজ করে গেছেন, ক্ষুধার্তের ক্ষুধা নিবারণ, বস্ত্রহীনকে বস্ত্র, গৃহহীনকে গৃহ, অন্ধকে আলো, অস্বচ্ছলকে স্বচ্ছল করা এবং বিদ্যার আলোতে আলোকিত করার কাজ করে যাচ্ছেন এবং যিনি বেকারের কর্মসংস্থান, রোজাদারের জন্য ইফতার ও সেহেরির ব্যবস্থা, অসুখ-বিসুখে চিকিৎসার সুযোগ সহ দুর্যোগ, দুর্বিপাক, ঝড়, ঝঞ্চা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ইত্যাদিতে মানব সেবায় আর্ত পীড়িতদের পাশে দাড়ান নিশ্চয়ই দয়ালু আল্লাহ সেই মানুষটির ইবাদতকে কবুল করবেন। আল্লাহতায়ালা ধনীদের কাছে গরীবের ও নিকট আত্মীয় স্বজনের হক রাখার যে ব্যবস্থা করে দিয়েছেন সেই পথ ধরে জনাব মোহাম্মদ মনজুর আলম মানব সেবা, হকদারদের হক আদায় করে মানবসেবায় এক উজ্জ্বল দৃস্টান্ত স্থাপন করে চলেছেন। তিনি যতদিন বেঁচে থাকবেন তত দিনই তাঁর সেবা চলবে এমনটাই তাঁর অভিমত। তিনি আশা করেন তাঁর আউলাদদের হাত ধরে বংশ পরম্পরায় কাল কেয়ামত পর্যন্ত তাঁদের এ সেবাধর্মী কার্যক্রম অব্যাহত থাকবে। সাবেক মেয়র, সমাজ হিতৈষি, মানবতাবাদী আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম তাঁর পুত্র সন্তান, নাতি-নাতনীদের নিয়ে এক ছাতা নিচে ব্যবসা-বাণিজ্য, সমাজসেবা, মানবসেবা, প্রতিবেশি সেবা, ধর্ম-কর্ম করে যাচ্ছেন। এমন দৃষ্টান্ত  আর কোথাও খোঁজে পাওয়া যাবে না। তাঁর ৫ সন্তান তাদের পিতা-মাতার নামে পিতার পদাংক অনুসরণ করে ২০১৯ সালে প্রতিষ্ঠা করেছেন আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট। এ পর্যন্ত এ ট্রাস্টের অধীনে ২০টি প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম আল্লাহ ভীরু ধার্মিক একজন সাদামনের মানুষ। তাঁর দেখানো পথে আমাদের এই বাংলার সকল ধনাঢ্য ব্যক্তিবর্গ এগিয়ে আসলে বাংলাদেশের সবশ্রেণির মানুষ আরো উপকৃত হবে এবং ধর্মভীরু মানুষের সংখ্যা, সমাজসেবক ও মানবতাবাদী মানুষের সংখ্যা আরো বাড়বে দেশ ও জাতির জন্য নীতি-নৈতিকতা সমৃদ্ধ হবে এবং অনৈতিকতা হ্রাস পাবে। আল্লাহ আমাদের বাংলাদেশের সকলকে সৎপথে, ন্যায়ের পথে জীবন ধারনের ব্যবস্থা করে দিন। আল্লাহর দরবারে আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম ও তাঁর সন্তান, নাতি নাতনীদের দীর্ঘ নিরোগ জীবনের জন্য মোনাজাত করছি আমিন।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla