1. admin@purbobangla.net : purbobangla :
সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন শিল্পপতি খলিলুর রহমান বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছে ২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জুবায়ের আলম আশিক দেশে ২০ হাজার শিশু ডায়াবেটিসে ভুগছে মনজুর আলম প্রতিষ্ঠিত নতুন ৩ টি জামে মসজিদ জুম্মার নামাজ আদায় এর মাধ্যমে শুভ উদ্বোধন তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে –  সিমিন হোসেন পতেঙ্গা চরপাড়ায় অবৈধ অনুমোদহীন আইসক্রীম ফ্যাক্টরীঃ প্লাস্টিক ফ্যাক্টরী লোকেরাই আইসক্রীম ফ্যাক্টরীরও কর্মী গনচিনি, চ্যাকারাইন, লোংরা পানি ও বিষক্ত ক্যামিক্যাল ব্যবহার সীতাকুণ্ডের গুলিয়াখীতে ‘সবুজ চুড়ি আন্দোলনে ২৫শ তালগাছ রোপন সাংবাদিক ওমর ফারুকের ইন্তেকাল ২৯ শে এপ্রিল নিহতদের স্মরণে সাহিত্য পাঠচক্রের স্মরণ সভা পথচারীদের মাঝে শরবত, পানি ও গামছা বিতরণ করলেন হেলাল আকবর চৌধুরী বাবর 

ধনে ধনী হওয়ার চেয়েও মনে ধনী হওয়া একজন মানবিক মানুষ এম. মনজুর আলম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৪৮৭ বার পড়া হয়েছে

মো. আবদুর রহিম

বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ নিবাসী মরহুম আবদুল হাকিম ভাণ্ডারীর নামটি এসে যায়। তিনি অলিয়ে কামেল মনছুর আলী শাহ’র বংশধর। আলহাজ্ব মরহুম আবদুল হাকিম মাইজভান্ডার তরিকার একজন খাঁটি ভক্ত ও আশেকানে মাইজভান্ডারী। তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছেন। দেশ স্বাধীন হওয়ার পরও তিনি আওয়ামী লীগে থেকে সাধারণের সেবা করেন। ১৯৭৫ এরপর আওয়ামী লীগের কঠিন দুঃসময়ে মরহুম আলহাজ¦ আবদুল হাকিম ভাণ্ডারী ভূমিকা অতূলনীয় ছিল। ঠিকাদারী ব্যবসা, সমাজসেবা, রাজনীতি ও আউলিয়ার প্রতি ভক্তি একজন জনদরদী মরহুম আবদুল হাকিম ভান্ডারীর যোগ্য উত্তরসুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম। ধনে মানুষ ধনি হয়, মনে মানুষ মানবিক হয়, সেবায় মানুষ জনদরদি ও সমাজসেবক হয়। আলহাজ¦ এম মনজুর আলম জীবনে কঠিন, দুঃসহ ও বৈরি পরিস্থিতি মোকাবিলা করে বাবা আবদুল হাকিম ভান্ডারী ও মাতা মোস্তফা খাতুনের দোয়ায় তিনি ধনে, মানে, মনে ধনি ও মানবিক মানুষ হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। জনাব মনজুর আলম ১৯৯৪, ২০০০, ২০০৫ এ উত্তর কাট্টলী ১০নং ওয়ার্ড থেকে নির্বাচিত কমিশনার ও কাউন্সিলার। কাউন্সিলার পদে আসীন কালীন তিনি বহুবার ভারপ্রাপ্ত মেয়র পদে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ৭ মার্চ নির্বাচিত মেয়র আলহাজ¦ এ বি এম মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার হওয়ার পর দেশের এক কঠিন সময়ে আলহাজ¦ এম. মনজুর আলম চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে রক্ষায় ভারপ্রাপ্ত মেয়র পদে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে তিনি প্রথমবারের মত বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন। ৫ বছর সফলভাবে দায়িত্ব পালন শেষে তিনি সসম্মানে বিদায় নেন। তিনি ২০০৮ সালে সংসদ নির্বাচন করেন স্বতন্ত্রভাবে এবং ২০১৫ সালে মেয়র পদে দ্বিতীয়বার নির্বাচন করেন। আলহাজ¦ এম. মনজুরর আলম সাধনার মধ্য দিয়ে তিনি একজন প্রতিষ্ঠিত বিত্তশালী। আমাদের এ বাংলায় বর্তমানে বহুবহু ধনী ও বিত্তশালী আছেন যাদের বাড়ীর গেইটে, ব্যবসা প্রতিষ্ঠানের গেইটে সাধারণ মানুষের প্রবেশ অধিকার খুবই সীমিত। অনেক ধনীর ধন আছে যাদের ধনের ভারে বেপরোয়া হয়ে গেছেন। সমাজে বহু রাজনীতিবিদ আছেন, জনপ্রতিনিধি আছেন তাদের ধারে কাছে কেউ ভিড়তে পারেনা। জনাব মনজুর আলম কাউন্সিলর থেকে মেয়র হওয়ার প্রতিটি দিন খুব কাছ থেকে দেখেছি তিনি মানুষের সেবার জন্য উদগ্রীব থাকেন। ভোর থেকে সকাল ১০টা, বিকেল থেকে রাত ১১ টা, শুক্রবার, শনিবার সারাদিন কেবলই মানুষের সেবা, সাহায্য সহযোগিতা, শালিসী কার্যক্রম, অভাব-অনটনের কথা শোনা, রোগ বালাই এর চিকিৎসার সেবা দেয়া, মসজিদ, এতিম খানা, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয়হীনের আশ্রয় দেয়া সহ নানামুখি সেবায় নিয়োজিত থাকেন। তিনি এতটাই ধর্মভীরু মানুষ যে, আউলিয়াদের সেবার ক্ষেত্রে তাঁর রয়েছে বিরল দৃষ্টান্ত। ফটিকছড়ি বাবা ভাÐারীর দরবার এলাকায় গড়ে দিয়েছেন মানুষদের জন্য আস্থানা, প্রস্রাব পায়খানা, গোসল ও নামাজ আদায়ের জন্য ব্যবস্থা, একটি পূর্ণাঙ্গ মসজিদ, একটি সউচ্চ মিনার, একটি সুদর্শন গেইট, একটি শাহী ডেক, যাতে দুই থেকে আড়াই লাখ মানুষের খাবার তৈরি হয়। এছাড়া হযরত মোহছেন আউলিয়া দরবার, শাহ আমানত খান (র.) দরগাহ শরীফ সহ চট্টগ্রামের বহু আউলিয়ার মাজার খেদমত, এতিমখানা ও মসজিদ তৈরি করে দিয়েছেন। তিনি ভারতের আজমীর শরীফে অবদান রেখেছেন। মোট কথায় সুন্নিয়তের খেদমতে অলি-আউলিয়াদের খেদমতে তাঁর অবদান অতুলনীয় দৃষ্টান্ত। জনাব মনজুর আলম প্রতিবছর বহু মানুষকে ওমরাহ পালন, হজ¦ করার ব্যবস্থা করে যাচ্ছেন। পবিত্র মক্কা ও মদিনায় পবিত্র রমজানে প্রতিবছর সেহরি ও ইফতারের খেদমত করে যাচ্ছেন। তিনি এতটাই দয়ালু ও মানবিক যে, প্রতি শুক্রবার কয়েকশত নিরীহ মানুষ ও নারী-পুরুষ ও শিশুদের কেদমত করেন, টাকা দিয়ে খাদ্য দিয়ে, চিকিৎসা ভাতা দিয়ে। তিনি গৃহহীনদের জন্য গৃহ, ভূমিহীনদের ভূমি দিয়ে পূর্ণবাসন করে যাচ্ছেন। এই মহৎপ্রাণ মানুষটি বগুড়া, রংপুর, খাগড়াচড়ি, রাঙামাটি সহ দেশের বিভিন্ন এলাকার দুঃখী মানুষের সেবা, মসজিদ নির্মাণ, এতিমখানা নির্মাণ করে যাচ্ছেন। আলহাজ¦ এম. মনজুর আলম পবিত্র রমজান সামনে রেখে ইফতার-সেহরি বিতরণ এবং প্রতিদিন ইফতার করেন এতিমদের সাথে। আলহাজ¦ এম মনজুর আলমই একমাত্র মানবিক মানুষ যিনি ১৯৭৫ এর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মেমোরিয়াল ফাউন্ডেশন গড়ে অসহায় মেয়েদের বিয়ে, দানখয়রাত শুরু করেন। তিনি সর্বপ্রথম চট্টগ্রাম নগরীর ১৩নং ওয়ার্ডের ঝাউতলায় বঙ্গবন্ধু ও বাংলা বিদ্যাপীঠ নামে একটি স্কুল চালু করেন। তিনি একমাত্র বঙ্গবন্ধু প্রেমিক যিনি ২০২২ সালের অক্টোবরে তাদের প্রতিষ্ঠিত আলহাজ¦ মোস্তফা-হাকিম বিশ^বিদ্যালয় কলেজে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি অডিটরিয়াম প্রতিষ্ঠা করেন। এই সাবেক সফল মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম প্রথম ২০২২ সালে ‘শেখ রাসেল দিবসে’ নগরীর কাট্টলীতে ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ তৈরী করে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করেন। ২০২০ সাল থেকে শুরু হওয়া করোনা মহামারী চলাকালে, আইসোলেশন সেন্টার, বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ, খাদ্য বিতরণ, ত্রাণ বিতরণ, আর্থিক দান, অনুদান প্রদান, করোনার প্রতিরোধ সামগ্রী বিতরণসহ নানাভাবে মানবসেবা করেন। সিলেটের বন্যায় ত্রাণ বিতরণ, পদ্মা সেতু উদ্বোধনের সময় খাদ্য ও পানীয় বিতরণ সহ নানাভাবে দেশ ও জাতির দুর্ভোগ, বন্যা, মহামারি, দুর্যোগ-দুর্বিপাকে মানব সেবা দেন আলহাজ¦ এম. মনজুর আলম। তিনি নব্বই শতকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্মুখ সারি থেকে হরতল, ধর্মঘট, অবরোধ, লংমার্চ ইত্যাদি কর্মসূচিতে আওয়ামী লীগের মাধ্যমে অবদান রেখে এসেছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর বিনামূল্যে বইবিতরণ কর্মসূচি চালুর পূর্বে তিনি বিনামূল্যে নগরীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যবই, খাতা, কলম, বিতরণ করে এসেছেন। মানবতার শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য অস্ত্র সহ মৌলিক অধিকার আদায়ে সুদুর অতীত থেকে সচেষ্ট ছিলেন তিনি। জনাব এম. মনজুর আলম আলহাজ¦ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং তাঁর ছেলেরা আলহাজ¦ হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করে এ যাবত ১০২টির মত প্রতিষ্ঠান গড়ে তোলে পরিচালনা করে যাচ্ছেন। মানব সেবা, সমাজসেবা ও দেশের খেদমতে আবদুল হাকিম ও মোস্তফা খাতুনের সুযোগ্য সন্তান আলহাজ¦ এম মনজুর আলম আলহাজ¦ মোস্তফা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশন ১৯৭৭ সনে গড়ে তোলেন। তাদের এই ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হচ্ছে আলহাজ¦ মোস্তফা-হাকিম বিশ^বিদ্যালয় কলেজ, আলহাজ¦ মোস্তফা-হাকিম চসিক মাতৃসদন ও হাসপাতাল, বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ, আলহাজ্ব মোস্তফা-হাকিম দাতব্য চিকিৎসালয়, মোস্তফা-হাকিম কিন্ডার গার্টেন, মোস্তফা-হাকিম প্রাথমিক বিদ্যালয়, নুরানী জামে মসজিদ, তৈয়বিয়া জামে মসজিদ, মসজিদুল গাউছুল আজম, আবদুল জলিল জামে মসজিদ, মোস্তফা-হাকিম এতিমখানা, মোস্তফা-হাকিম ফোরকানিয়া মাদ্রাসা, তাহেরিয়া হাফেজিয়া মাদ্রাসা, আহমদিয়া এবাদত খানা, মুনিরিয়া এবাদত খানা, রহমানিয়া এবাদত খানা, চিশতিয়া এবাদত খানা, ইমাম আবু হানিফা (রা.) এবাদত খানা, আম্বিয়া খাতুন ফোরকানিয়া মাদ্রাসা, হতযরত ডাল-চাল মিয়া ফোরকানিয়া মাদ্রাসা, সমদু মিয়া এবাদত খানা, রাইতুল আমান নুরানী মাদ্রাসা, মোস্তফা-হাকিম পানি সরবরাহ প্রকল্প, মোস্তফা-হাকিম বেকার যুব কর্মসংস্থান প্রকল্প, ছিদ্দিক আকবর জামে মসজিদ, হযরত ওমর ফারুক জামে মসজিদ, উত্তর কাট্টলী ১০নং ওয়ার্ড অফিস এবাদতখানা, মোস্তফা-হাকিম দুঃস্থ ও বয়স্ক চিকিৎসা ভাতা প্রকল্প, মসজিদ এ বেলাল মোস্তফা-হাকিম কো-অপারেটিভ সোসাইটি, বায়তুল মামুর জামে মসজিদ (বগুড়া), চাম্পা-ইউছুপ ফোরকানিয়া মাদ্রাসা, আক্কেল আলী সওদাগর ফোরকানিয়া মাদ্রাসা, আফিয়া খাতুন প্রবীণ নিবাস দেওয়ানহাট, আরেফিন নগর হযরত ওমর ফারুক (রা.) জামে মসজিদ, নবীনগর আলহাজ¦ মোস্তফা-হাকিম জামে মসজিদ (মানিকছড়ি, খাগড়াছড়ি), মসজিদে আয়েশা (গাইবান্ধা), হোসনে আরা মনজুর বিদ্যা নিকেতন (দীঘিনালা-খাগড়াছড়ি), ছোট দারোগারহাট তাহের মনজুর কলেজ, জাতীয় কবরস্থান (জঙ্গল ছলিমপুর), হযরত শাহ মোহছেন আউলিয়া মুসাফিরখানা (বটতলী, আনোয়ারা), মাদার তেরেসা স্কুল ভবন, আবদুল মোতালেব (র.) জামে মসজিদ, আলহাজ¦ তাহের-মনজুর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, হোসনে আরা মনজুর ফোরকানিয়া মাদ্রাসা, হযরত ফতেমা (রা.) ফোরকানা মাদ্রাস, মিনারে মোহাম্মদ আহম্মদিয়া রহমানিয়া, হোসনে আরা মনজুর জামে মসজিদ (স›দ্বীপ), আকবর শাহ কেন্দ্রীয় শহীদ মিনার, আলহাজ¦ তাহের-মনজুর জামে মসজিদ (সীতাকুণ্ড), হযরত খাজা ওসমান হারুনী (রা.) এতিমখানা ভবন, মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানে শিশুদের জন্য আধুনিক রান্নাঘর (রউফাবাদ), ফয়জুন্নেছা জামে মসজিদ (কুমিরা), কুমিরা মোস্তফা-হাকিম কবরস্থান, হযরত জালাল উদ্দিন (মজিআ) ফোরকানিয়া মাদ্রাসা, আলহাজ¦ মোস্তফা হাকিম ভোকেশনাল ইনস্টিটিউট, হযরত ইমাম হাসান (রা.) এতিমখানা, আশেকানে মাইজভাণ্ডারী (রা.) বিশ্রামাগার (মাইজভান্ডার শরীফ), সৈয়দ ইমাম হোসেন (রা.) হাফেজিয়া মাদারাসা, হযরত খাজা মনসুর আলী শাহ (র.) মাজার কমপ্লেক্স, উত্তর কাট্টলী সনৎ দত্ত, সার্বজনীন মহাশ্মশান, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (সীতাকুন্ড), হযরত আবদুল্লাহ (রা.) জামে মসজিদ (সীতাকুণ্ড), মিনার এ হযরত গাউছুল আজম আহমদ উল্লাহ মাইজভান্ডারী, সৈয়দপুর ১নং ইউনিয়ন আলহাজ¦ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন বদর খাল সেতু প্রকল্প-১ সহ ১০২টি সেবাধর্মী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাবেক মানবিক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম। তিনি আল্লাহর সেরা সৃষ্টি মানুষের সেবা দেন, তার কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানের কোন ভেদাভেদ নেই। সকল ধর্ম-বর্ণ গোত্র এবং এলাকাভেদে সকল মানুষের সেবক তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শের পথ ধরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানবিক সেবা যেমন প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা নারী, বৃদ্ধ-বৃদ্ধা, অসুস্থ মানুষ সহ সমাজের অবহেলিত মানুষের সেবক জনাব এম. মনজুর আলম। আল্লাহ ও তার প্রিয় রসূল হযরত মুহাম্মদ (স.) এর নির্দেশিত পথ বিশেষ করে চার খলিফা, আল্লাহর প্রিয় অলি-আউলিয়া, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ যাদের যাদের হক আদায় করার নিয়ম-নীতি পবিত্র ইসলামে নিহিত আছে  সব কিছু অবলম্বন করে পবিত্র ইসলামের খেদমতে নিজেকে বিলিয়ে দিয়েছেন সাবেক সফল মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম। আমরা সাধারণ আওয়ামদের একমাত্র চাওয়া হলো সাবেক সফল মেয়র আলহাজ¦ এম. মনজুর আলমদের মত মানবিক মানুষ, যারা ধনে ধনি হওয়ার চেয়েও মনে ধনী। তারা যদি দেশ ও জাতির খেদমতে বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আশ-পাশে, সংসদে, মন্ত্রী পরিষদ ও আওয়ামী লীগে থাকে তাহলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহর হুকুমে সহজেই বিজয়ী হবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আল্লাহতায়ালা মানবিক মানুষ জননেত্রী শেখ হাসিনা ও আলহাজ্ব এম. মনজুর আলম-কে নেক হায়াত দান করুন, যাতে তারা দেশ জাতি ও মানবতার খেদমত করতে পারেন।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla